বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > KMC Poll 2021: 'শান্তিপূর্ণ ভোটে'ও ঝরল রক্ত, তরজায় তৃণমূল ও বিজেপি
বোমা পড়ার পর টহলদারি পুলিশের।  (PTI)

KMC Poll 2021: 'শান্তিপূর্ণ ভোটে'ও ঝরল রক্ত, তরজায় তৃণমূল ও বিজেপি

২০২০ সালের মে মাসে কলকাতা পুরভোট হওয়ার কথা থাকলেও কোভিড আবহে তা দেড় বছর পিছিয়েছে।

বিনা রক্তপাতে মিটল না কলকাতা পুরনিগমের নির্বাচন। দিনভর শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিলল বিক্ষিপ্ত হিংসার খবর। শিয়ালদহে টাকি স্কুলের সামনে পড়েছে বোমা। বেলেঘাটাতেও বোমাবাজির অভিযোগ উঠেছে। কোথাও বিরোধী প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলে দাবি তোলা হয়েছে। যদিও রাজ্য কমিশন কমিশন জানিয়েছে, দু'একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই হয়েছে ভোট।

19 Dec 2021, 11:51:03 PM IST

শান্তিপূর্ণ ভোট হয়েছে, দাবি কমিশনের

যদিও রিগিং ও অশান্তির অভিযোগের মধ্যে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট ‘শান্তিপূর্ণই হয়েছে’। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে কোথাও আবার ভোটগ্রহণ হবে কিনা, সেই সিদ্ধান্ত হবে সোমবার।

19 Dec 2021, 11:50:44 PM IST

কলকাতায় পুনর্নির্বাচনের দাবি বিজেপির

কলকাতায় পুনর্নির্বাচনের দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনার যদি দম থাকে তাহলে এই নির্বাচন খারিজ করে ফের ভোটগ্রহণের ব্যবস্থা করুন। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার গরিমা আপনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন।’

19 Dec 2021, 05:43:08 PM IST

৬৫.৪১ শতাংশ ভোট পড়ল বিকেল পাঁচটা পর্যন্ত

কলকাতা পুরভোটে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৬৫.৪১ শতাংশ 

19 Dec 2021, 05:17:42 PM IST

অভিষেককে চোখের চিকিৎসা করানোর পরামর্শ দিলেন সুকান্ত

পূর্ব ঘোষণা মতো এদিন কলকাতার পুরভোটে হিংসার বিরুদ্ধে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাল বিজেপি৷ বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ সেখানে তিনি বলেন, ‘সন্ত্রাস চললেও তা দেখতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকবাবুর দক্ষিণ ভারতে গিয়ে চোখের চিকিৎসা করানো উচিত। আমাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো চিকিৎসকের ঠিকানা দিয়ে দেব।’

19 Dec 2021, 05:12:59 PM IST

খিদিরপুরে সিপিআইএম প্রার্থীর গাড়ি ভাঙচুর

খিদিরপুরে সিপিআইএম প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ সিপিআইএমের কর্মী সমর্থকদের।

19 Dec 2021, 05:00:16 PM IST

‘ভালো ভোট হচ্ছে’, পুলিশের দায়িত্ব পালনে খুশি মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌কলকাতা পুরসভা নির্বাচনে এখনও পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে। যা কার্যত রেকর্ড। আমি খুব খুশি মানুষ শান্তিতে ভোট দিতে পেরেছেন। ভোট ভালোই হচ্ছে। কলকাতা পুলিশ খুব দক্ষতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করেছে। আর যাঁরা নানা অভিযোগ করছেন সেসব ভিত্তিহীন। নাটক করছেন।’‌

19 Dec 2021, 04:58:55 PM IST

শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে ‘গৃহবন্দি’ করেছে পুলিশ

সল্টলেক জিসি ব্লকের বাড়িতে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করছিলেন। সেই বাড়ির সামনে বিধাননগর পুলিশের বিশাল পুলিশবাহিনী পৌঁছে যায়। বাড়ির মূল গেটে সারিবদ্ধভাবে দাড়িয়ে পড়ে বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, কার্যত গৃহবন্দি করা হয় শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি বিধায়কদের।

19 Dec 2021, 04:38:59 PM IST

এমএলএ হোস্টেলে বিজেপি বিধায়কদের আটকে রাখার অভিযোগ

এমএলএ হোস্টেলে বিজেপি বিধায়কদের আটকে রাখার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বিজেপি সাংসদ অর্জুন সিংও অভিযোগ করেন যে পুলিশ তাঁকে আটক করে রাখে।

19 Dec 2021, 03:48:52 PM IST

কলকাতা পুরভোটে টাকা নিয়ে প্রার্থী করেছে BJP, বিস্ফোরক দাবি রূপার

রূপা গঙ্গোপাধ্যায় দাবি করলেন, পুরভোটে টাকা নিয়ে প্রার্থী করেছে বিজেপি। তাঁর দাবি, রাজ্য বিজেপির কেউ নন তিনি। যেখানে জবাবদিহি করার সেখানেই করবেন বলে জানান রূপা। বলেন, আমাদের সভাপতি নতুন এসেছে, তিনি অনেককিছুই চিনে বুঝে উঠতে পারেননি।

19 Dec 2021, 03:47:27 PM IST

‘মমতা পরাজিত’

কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশরঞ্জন ভট্টাচার্য ফেসবুক পোস্টে দাবি করেন, ‘মমতা পরাজিত’।

19 Dec 2021, 03:46:07 PM IST

২৪ ঘণ্টার মধ্যেই কড়া ব্যবস্থা নেব, হুঁশিয়ারি অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘কোথাও যদি বিক্ষিপ্তভাবে কোনও ঘটনা ঘটে থাকে তবে সংবাদমাধ্যমকে অনুরোধ করব আপনারা ফুটেজ সামনে আনুন। যদি তৃণমূলের কেউ এই ঘটনায় যুক্ত থাকেন সেক্ষেত্রে আমরা কড়া ব্যবস্থা নেব। ফুটেজ পাবলিক ডোমেনে আনুন। সামনে আনুন। দলীয়স্তরে আমরা কঠোর ব্যবস্থা নেব। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব।’

19 Dec 2021, 03:46:07 PM IST

বাইশ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের ভিড়ের অভিযোগ

বাইশ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের ভিড়ের অভিযোগ ঘিড়ে উত্তেজনা ছড়ায়।

19 Dec 2021, 03:38:48 PM IST

তৃণমূল-সিপিএম সংঘর্ষ মধ্য কলকাতায়

৪৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আসে ঘটনাস্থলে।

19 Dec 2021, 02:41:26 PM IST

কলকাতায় এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে

জয়েন্ট সিপি বলেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় আপতত একজন, জৈন স্কুলের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা কলকাতায় এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

19 Dec 2021, 02:36:00 PM IST

বড়তলা থানার সামনে একসঙ্গে সিপিআইএম–কংগ্রেস–বিজেপির বিক্ষোভ

কলকাতা পুরসভা নির্বাচনে নানা অভিযোগ তুলে বড়তলা থানার সামনে একসঙ্গে সিপিআইএম–কংগ্রেস–বিজেপিকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল।

19 Dec 2021, 02:14:35 PM IST

সকালে কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ, বেলা বাড়তেই বোমাবাজি ৩৬ নম্বর ওয়ার্ডে

শান্তিপূর্ণ পুরভোটের দৃষ্টান্ত গড়তে চেয়েছিল কলকাতা পুলিশ, তবে সকাল সকাল শহরের বিভিন্ন জায়গা থেকে উঠে এল অশান্তির চিত্র। এই আবহে ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাই স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ উঠল। এর আগে ৩৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস পোলিং এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে সকালেই। 

19 Dec 2021, 02:10:59 PM IST

ইভিএমের দাগকে কেন্দ্র করে চাপানউতোর তুঙ্গে

বাগবাজারের ৭ নম্বর ওয়ার্ড। সেখানকার ১ নম্বর বুথে ইভিএম মেশিনে কালো দাগ থাকার অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর তুঙ্গে ওঠে।

19 Dec 2021, 02:07:19 PM IST

‘তৃণমূল সরকার গঠন করবে কিনা বলতে পারব না’, পুরভোটে দিল্লি নিয়ে বার্তা সুদীপের

এদিন কলকাতা পুরভোটে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বেরিয়ে সংবাদ সংস্থা এএনআইকে সূদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল সরকার গঠন করবে কি না তা বলতে পারছি না তবে তৃণমূল সবচেয়ে বড় বিরোধী দল হবে বা অন্য কোনও দলের সাথে জোট গঠন করে ক্ষমতায় আসতে পারে।’ এরপর প্রধানমন্ত্রীর গোয়া সফর নিয়ে কটাক্ষের সুরে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যেখানেই নির্বাচন থাকে সেখানেই প্রধানমন্ত্রী পৌঁছে যান। আমরা বাংলায় দেখেছি, পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় তিনি ছিলেন নিত্য যাত্রী।’

19 Dec 2021, 02:05:19 PM IST

পুরভোটে ছাপ্পার অভিযোগে সরব বাম নেতা-কর্মীরা

সকাল থেকেই ১০১, ১০২ ও ১১০ নম্বর ওয়ার্ডে অবাধ ছাপ্পা ভোটের অভিযোগ তুলতে থাকেন সিপিআইএম প্রার্থীরা৷ এই আবহে বাঘাযতীন মোড়ে রাস্তায় বসে অবরোধ বাম নেতা-কর্মীদের৷

19 Dec 2021, 12:32:50 PM IST

দুপুর একটা থেকে রাজ্য জুড়ে অবরোধ বিজেপির

দুপুর একটা থেকে রাজ্যের সর্বত্র বিজেপির বিক্ষোভ সমাবেশ, নির্দেশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল।

19 Dec 2021, 12:31:06 PM IST

ব্লাউজ ছিঁড়ল বিজেপি প্রার্থীর, পুরভোটে সকাল সকাল উত্তপ্ত জোড়াবাগান

রবিবার সকালে ভোট শুরু হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ উঠে এসেছে। পরপর অশান্তির অভিযোগের মাঝেই ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগ, পাঁচবারের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়া হয়।

19 Dec 2021, 12:30:15 PM IST

‘হাওড়া থেকে লোক আনিয়ে ভোট কলকাতায়’, ভুয়ো ভোটার ধরলেন কংগ্রেস প্রার্থী !

৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক নিজে ভুয়ো ভোটার ধরলেন। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক অভিযোগ করেন, জৈন বিদ্যালয়ে তিনি নিজে দু’জন ভুয়ো ভোটারকে ধরেছেন। ৪৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সন্তোষ পাঠকের দাবি, দুই যুবকের কাছেই ‘ভুল’ ভোটার কার্ড মিলেছে।

19 Dec 2021, 11:19:38 AM IST

কমিশনে বিজেপি নেতৃত্ব

পরপর অশান্তির খবর উঠে আসছে পুরভোট ঘিরে। এই আবহে সাড়ে এগারোটার সময় রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপির এক প্রতিনিধি দল।

19 Dec 2021, 11:10:16 AM IST

৩৬ নম্বর ওয়ার্ডে পরপর বোমাবাজি

খান্না হাইস্কুলে বোমাবাজির ঘটনার পরপরই টাকি হাইস্কুলের সামনে বোমাবাজির ঘটনা। ঘটনায় একজন গুরুতর জখম বলে জানা গিয়েছে।

19 Dec 2021, 11:07:16 AM IST

সকালে কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ, বেলা বাড়তেই বোমাবাজি ৩৬ নম্বর ওয়ার্ডে

শান্তিপূর্ণ পুরভোটের দৃষ্টান্ত গড়তে চেয়েছিল কলকাতা পুলিশ, তবে সকাল সকাল শহরের বিভিন্ন জায়গা থেকে উঠে এল অশান্তির চিত্র। এই আবহে ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাই স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ উঠল। এর আগে ৩৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস পোলিং এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে সকালেই। 

19 Dec 2021, 11:06:20 AM IST

বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠল ভোটারদের প্রভাবিত করার

বিজেপি মানিকতলা এলাকায় ভোটারদের প্রভাবিত করছে। রীতিমতো বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ। একটি বেসরকারি হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করার অভিযোগ উঠেছে। সেখান থেকে তা পৌঁছে দেওয়া হচ্ছে ভোটারদের হাতে। আর তা নিয়ে উত্তেজনা চরমে উঠেছে।

19 Dec 2021, 09:22:04 AM IST

পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন বাম প্রার্থী

৬৭ নম্বর ওয়ার্ডে খোদ সিপিআইএম প্রার্থীর পরিবারের লোককে ভয় দেখিয়ে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন সিপিআইএম প্রার্থী।

19 Dec 2021, 09:19:14 AM IST

বিজেপি প্রার্থীর পোশাক ছেঁড়ার অভিযোগ

বিজেপি প্রার্থী ও দীর্ঘদিনের কাউন্সিলর মীনাদেবি পুরোহিতের পোশাক ছেঁড়ার অভিযোগ।

19 Dec 2021, 09:17:32 AM IST

৬৭ নম্বর ওয়ার্ডে বাম এজেন্টকে মারধর, ভুয়ো ভোটারের অভিযোগ

কসবায় ৬৭ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী দীপু দাসের অভিযোগ, তৃণমূল এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত হুমকি দেওয়ার অভিযোগ। ভুয়ো ভোটারের অভিযোগও তোলা হয়।

19 Dec 2021, 09:14:05 AM IST

তিরিশ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ

তিরিশ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ। তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপিয়া ঘোষের অভিযোগ, তৃণমূলের ব্যানার, ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে।

19 Dec 2021, 09:07:33 AM IST

দুই নম্বর ওয়ার্ডে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে দুই নম্বর ওয়ার্ডে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। এখানে তৃণমূলের প্রার্থী সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকলী সেন। অভিযোগ, গতকাল রাত থেকেই বাইক বাহিনী দাপিয়ে বেরিয়েছে এলাকায়। আজকেও বিজেপির এজেন্টরা বুথে গেলে তাদের মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন গেরুয়া শিবিরের প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সাউ।

19 Dec 2021, 08:51:31 AM IST

বুথ দখলের অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

১০১ নম্বর ওয়ার্ডে বুথ দখলের অভিযোগ বামেদের, রিপোর্ট তলব কমিশনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে পদক্ষেপ করার নির্দেশ কমিশনের।

19 Dec 2021, 08:32:11 AM IST

সাত নম্বর ওয়ার্ডে পরিস্থিতি সামাল দিতে শ্যামপুকুর থানার ওসি

সাত নম্বর ওয়ার্ডের বুথে পৌঁছালেন শ্যামপুকুর থানার ওসি। সেই ওয়ার্ডের নির্দল প্রার্থী বুথের সামনেই ধরনায় বসেছিলেন বুথে ঢুকতে না পেরে। 

19 Dec 2021, 08:26:08 AM IST

সাত নম্বর ওয়ার্ডে প্রার্থীর সঙ্গে হাতাহাতি

সাত নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে হাতাহাতি দুই পক্ষের সমর্থকদের। এদিকে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে এখানে অভিযোগ উঠেছে বহিরাগত এজেন্ট বসানোর। অপরদিকে নির্দল ও বিজেপি প্রার্থীর দাবি, তাঁদের বুথএ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। 

19 Dec 2021, 08:23:03 AM IST

৪৫ নম্বর ওয়ার্ডে পুলিশি লাঠিচার্জ

ব্রেবোর্ন রোড সংলগ্ন এলাকায় ৪৫ নম্বর ওয়ার্ডে পুলিশি লাঠিচার্জ। কংগ্রেসের তরফে ভুয়ো ভোটারের অভিযোগ তোলা হয়েছে এখানে। এদিকে বিজেপি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। বিজেপির প্রশ্ন, কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক ছাপ্পা করাচ্ছে।

19 Dec 2021, 08:14:57 AM IST

ভয়ে বুথে বসল না তনিমার এজেন্ট

গতকাল বোমাবাজির জেরে ৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের ন'জন এজেন্ট ভয়ের কারণে বুথে বসলেন না বলে অভিযোগ। উল্লেখ্য, এই ওয়ার্ডে তনিমাকে প্রথমে টিকিট দিয়েও তা ছিনিয়ে নেয় তৃণমূল। পরে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় সুদর্শনা মুখোপাধ্যায়কে।

19 Dec 2021, 08:11:49 AM IST

সিসিটিভি নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার প্রশাসনের

সিসিটিভি অকেজো করে দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক ওয়ার্ডে। যদিও সেই অভিযোগ প্রশাসনের তরফে অস্বীকার করা হয়। তাদের বক্তব্য, সব বুথে সবকটি সিসিটিভি ক্যামেরাই কাজ করছে।

19 Dec 2021, 08:09:53 AM IST

পাঁচ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ

পাঁচ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ। অভিযোগ, গতকাল রাত থেকেই বাইক বাহিনী এসে হুমকি দিয়ে গিয়েছে। তারপর সকালে বুথে গিয়ে সই করার পর এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ।

19 Dec 2021, 07:44:36 AM IST

সিসিটিভি ঢেকে দেওয়ার অভিযোগ

হাইকোর্টের নির্দেশে শহরের সবকটি বুথেই বসেছে সিসিটিভি ক্যামেরা। তবে ভোট শুরু হতে না হতেই একাধিক ওয়ার্ডে তার কেটে বা লেন্সের সামনে কাগজ লাগিয়ে অকেজো করে দেওয়া হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ২০ নম্বর ওয়ার্ড কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় সিসিটিভি। ৮১ নম্বর ওয়ার্ডে সিসিটিভি বিকল থাকার অভিযোগ কংগ্রেসের।

19 Dec 2021, 07:41:36 AM IST

৭ নম্বর ওয়ার্ডে চরম অশান্তি

৭ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী এজেন্ট হিসেবে বুথে বসতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তুমুল বচসা দেখা গেল ভোট শুরুর মুহূর্তেই।

19 Dec 2021, 07:40:08 AM IST

কোন কোন ওয়ার্ডে রাখবেন নজর?

কলকাতার কোন কোন ওয়ার্ডে নজর রাখবেন? কোন ওয়ার্ডে দাঁড়িয়েছেন কোন হেভিওয়েট প্রার্থী? কোন ওয়ার্ডে দাঁড়িয়েছেন সর্বাধিক প্রার্থী? পুরভোটের ওয়ার্ড এবং প্রার্থী সংক্রান্ত খুঁটিনাটি জানতে ক্লিক করুন এখানে 

19 Dec 2021, 07:37:59 AM IST

ভোটার কার্ড না থাকলে ভোট কীভাবে? কোভিড হলে বুথে যাবেন কী করে?

সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। কলকাতায় মোট ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন ভোটার। এই পরিস্থিতিতে নির্বাচনের জেরে সংক্রমণ ছড়ানোর একটা ভয় থাকেই। এই আবহে বিভিন্ন নিয়ম লাগু করেছে কমিশন। কোভিড আক্রান্ত হলে কীভাবে ভোট দেবেন, বা ভোটার আইডি না থাকলে কোন নথি দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? এখানে ক্লিক করে জানুন বিশদে

19 Dec 2021, 07:36:26 AM IST

কলকাতা পুরভোটে অশান্তি হলে জানাবেন কোথায়? কন্ট্রোলরুমের ফোন নম্বর প্রকাশ কমিশনের

রবিবাসরীয় কলকাতায় শীতের আমেজ কাটিয়ে সকাল থেকেই পুরভোটের উত্তাপের দেখা মিলেছে। এই আবহে ঝামেলা হলে ফোন করবেন কাকে? এখানে ক্লিক করে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর

19 Dec 2021, 07:33:20 AM IST

তারাতলা থেকে অস্ত্র সহ গ্রেফতার দুই

তারাতলা থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হয় বজবজের দুই যুবক। পুলিশি নাকা চেকিংয়ে অস্ত্র সহ দুই জনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। ভোটপর্ব শুরুর কিছু আগেই ধরা পড়ে দুই যুবক।

19 Dec 2021, 06:52:22 AM IST

একাধিক ওয়ার্ডে বাধা বিরোধী এজেন্টদের

১০০, ১০২, ১১০ নম্বর ওয়ার্ডে ভোট শুরুর আগেই অশান্তি। এর জেরে ভোটের আগেই শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি। এদিকে ৩৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

19 Dec 2021, 06:47:02 AM IST

সাড়ে ৯০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

পুরভোটে ১৪৪টি আসনে মোট প্রার্থী সংখ্যা ৯৫০। তৃণমূল সব আসনে প্রার্থী দিয়েছে। এদিকে বিজেপি প্রার্থী দেয়নি দুটি আসনে। অপরদিকে বামেরা প্রার্থী দিয়েছে ১২৮ আসনে। যদিও তাদের মোট প্রার্থীর সংখ্যা ১২৯। কারণ ১০৬ নম্বর ওয়ার্ডে সিপিএম আর আরএসপি দু’দলই একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। কংগ্রেস আবার প্রার্থী দিয়েছে ১২১টি আসনে। নির্বাচনে নির্দল প্রার্থী ৩৭৮।

19 Dec 2021, 06:46:33 AM IST

প্রতি বোরোর দায়িত্বে এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিক

ভোটপর্ব চলাকালীন শহরের প্রত্যেকটি বোরোর দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক। তাঁরা মূলত নোডাল আধিকারিক হিসাবে রাজ্য নিবাচন কমিশন ও থানার ওসিদের সঙ্গে সমন্বয় রাখবেন।

19 Dec 2021, 06:42:32 AM IST

পুলিশি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে শহরকে

কলকাতা পুরভোটে নিরাপত্তা নিশ্চিত করতে ২৩ হাজার ৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে রাস্তায় পুলিশের ১৮ জন ডিসি। শহরজুড়ে ২০০ পুলিশ পিকেট। তাছাড়া যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকবে ৭৮টি কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড। শনিবার রাতেই ডিভিশনাল ডিসি ও থানার ওসি, ট্রাফিক গার্ডের ওসিদের সঙ্গে কথা বলেন কলকাতার নহরপাল আইপিএস সৌমেন মিত্র। 

19 Dec 2021, 06:42:32 AM IST

সাতটা থেকে শুরু ভোটগ্রহণ

কলকাতার মোট ১৬টি বোরোর ১৪৪টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ। ৪৯৫৯ টি বুথে ভোটগ্রহণ হবে পুলিশি নিরাপত্তায়। এর জন্য সকাল ৬ টায় শুরু হয় মক পোল। সাতটা থেকে ভোটদান পর্বের সূচনা হবে।

বাংলার মুখ খবর

Latest News

গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের

Latest IPL News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.