অফিস বা ব্যক্তিগত প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন। অপেক্ষা করছেন সরকারি বাসের জন্য। কিন্তু কখন আসবে সেই বাস, সে বিষয়ে কিছু জানেন না। সেই সমস্যার সমাধান করতে পারে পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের ‘পথদিশা’ অ্যাপ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, দিনকয়েক পর থেকেই কার্যত পুরোদমে শুরু হবে রাজ্যের সব সরকারি-বেসরকারি অফিস। ৭০ শতাংশ কর্মীদের অফিসে ফেরাবে সরকার। তবে বেসরকারি অফিসের ক্ষেত্রে সেরকম কোনও বাধ্যবধকতা রাখা হয়নি। বরং কত কর্মী অফিসে এসে কাজ করবেন, তা বেসরকারি সংস্থাগুলিই ঠিক করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে লোকাল ট্রেন, বেসরকারি বাস, মেট্রো পরিষেবা এখনও শুরু না হওয়ায় যাতায়াতের জন্য আপাতত সরকারি বাসের উপর নির্ভর করতে হবে অফিসমুখী যাত্রীদের। বাসে যতগুলি আসন রয়েছে, ততজন যাত্রী তোলা যাবে বলে ইতিমধ্যে জানিয়েছে রাজ্য। পাশাপাশি আগামী সোমবার থেকে শুরু হবে ভেসেল পরিষেবা। ভেসেলে অবশ্য সর্বোচ্চ ৪০ শতাংশ যাত্রী উঠতে পারবেন।
স্বাভাবিকভাবেই কোনও সরকারি বাসের রুট, আপনি যে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন সেখানে বাস পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, কোথায় রয়েছে বাস ইত্যাদি প্রশ্নগুলির উত্তর খুঁজবেন যাত্রীরা। আর সেই উত্তর দেবে ‘পথদিশা’ অ্যাপ। কীভাবে ব্যবহার করবেন সেই অ্যাপ, দেখে নিন -
১) প্রথম গুগল প্লে স্টোর থেকে ‘Pathadisha’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
২) সেখানে প্রথম থেকেই Govt Bus অপশন সিলেক্ট হয়ে থাকবে।
৩) বাসের বিষয়ে বিস্তারিত জানার জন্য মোবাইল স্ক্রিনের বাঁদিকের উপরের অপশন সিলেক্ট করতে হবে।
৪) সেখানে 'Routes', 'Stops'-এর মতো একাধিক অপশন রয়েছে।
৫) ধরুন আপনি এসপ্ল্যানেডে বাসের জন্য অপেক্ষা করছেন, কখন বাস আসবে তা দেখতে চাইছেন। সেজন্য 'Stops'-এ ক্লিক করতে হবে।
৬) উপরের ‘Search Bar’-এ এসপ্ল্যানেড লিখে সার্চ করুন।
৭) একটি ম্যাপ খুলে যাবে। সেখানে দেখাবে, কোথায় কোন বাস আছে।
৮) এখানে দুটি অপশন রয়েছে - ‘Map View’ এবং 'PIS'।
৯) ‘Map View’-এ বাসের অবস্থান দেখা যাবে।
১০) 'PIS'-এ গেলে সংশ্লিষ্ট বাসস্ট্যান্ডে বাস আসতে কতক্ষণ সময় লাগবে, তা দেখানো হবে।
১১) একইভাবে অন্যান্য স্টপেজে দাঁড়িয়ে বাসের অবস্থান এবং আসতে কতক্ষম লাগবে, তা দেখা যাবে।
তবে আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় সেই অ্যাপের মাধ্যমে বাসের অবস্থান, আসার সময় ইত্যাদি দেখা যাচ্ছে।