রাজ্যে রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি এবং লোগো ব্যবহার নিয়ে তরজায় জড়ালেন দুই বিরোধী দলের সাংসদ। যদিও তাঁরা একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করেননি। কেন্দ্র ও রাজ্য নিয়ে একে অপরকে আক্রমণ করেছেন দুই সাংসদ। তাঁরা দুজনই কেন্দ্রীয় ফুড কনজিউমার এফেয়ার্স অ্যান্ড পাবলিক ডিস্টিবিউশন স্ট্যান্ডিং কমিটির সদস্য। তাই তাঁরা এদিন সল্টলেকে বেশ কয়েকটি রেশন দোকান ঘুরে দেখেন।
কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন তথা বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন পরিদর্শনে এসে দাবি করেন, কেন্দ্রের প্রধানমন্ত্রীর গরীব কল্যাণ অন্ন যোজনাতে রেশন বণ্টন হলেও সেই দোকানে কোথাও প্রধানমন্ত্রীর ছবি বা প্রকল্পের নাম ব্যবহার করা হচ্ছে না। তার বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা মানুষের কাছে চাল গম পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। অথচ সেখানে কেন্দ্র সরকারের লোগো বা প্রধানমন্ত্রীর ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। এটা প্রধানমন্ত্রীর গরীব কল্যাণ অন্ন যোজনা। সেখানে বড় বড় করে তাঁর নাম দেওয়া উচিত। কিন্তু আমি তা দেখতে পাচ্ছি না।’
এদিকে, তৃণমূলের রাজ্য সভার সংসদ দোলা সেন দাবি করেন, ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার লোগো এবং ব্যানার এখানে আছে। রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা উচিত নয়। তবে আমি বলবো এই রাজ্যে ২০২০ সাল থেকে বিনামূল্যে রেশন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু রেখেছেন।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা সহ কেন্দ্রের গণবণ্টন ব্যবস্থা পশ্চিমবঙ্গে সঠিক ভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতে আজ মঙ্গলবার রাজ্যের গণ বণ্টন ব্যবস্থা খতিয়ে দেখতে তাঁরা সল্টলেকে পৌঁছন দত্তাবাদ এলাকার একটি ফেয়ার প্রাইস রেশন সপে। কীভাবে এখানকার মানুষ রেশন পাচ্ছেন? তাদের রেশনের পরিমাণ ঠিক দেওয়া হচ্ছে কিনা, কোনও অভিযোগ আছে কিনা, কেন্দ্র সরকার যে অতিরিক্ত রেশন বরাদ্দ করেছে সেটা ঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন কমিটির সদস্যরা।