ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরিতে অভিযুক্ত ফেরার বাংলাদেশিদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করতে তৎপর হল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬৯ জন ফেরার বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির জন্য অভিবাসন দফতরের কাছে আবেদন করা হয়েছে। এরা প্রত্যেকেই ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে রয়েছেন বলে অনুমান।
আরও পড়ুন - বোনাস বাড়ল রাজ্য সরকারি কর্মীদের! কত টাকা দেবে বাংলা? কারা কারা পাবেন? রইল সবটা
পড়তে থাকুন - ‘২০০৯ সালে কেন তাঁর সাথে আর কাউকে বাঙালি কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হতে দেননি মমতা?’
আরও পড়ুন - ‘দলের থেকে জাত আগে’ মন্তব্যের জন্য শৃঙ্খলারক্ষা কমিটির কাছে ক্ষমা চাইলেন হুমায়ুন
গত বছর ভবানীপুর থানায় অভিযোগ দায়েরে করে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে নামে কলকাতা পুলিশ। তদন্তে নেমে এক অবসরপ্রাপ্ত DIB আধিকারিক ও এক বাংলাদেশিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। জানা যায়, সংগঠিতভাবে চলছিল ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির চক্র। এই ঘটনার তদন্তে জানা যায় মোট ১২১টি ভুয়ো পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়েছিল কলকাতা আঞ্চলিক পাসপোর্ট অফিসে। তার মধ্যে ৭৩টি পাসপোর্ট ডেলিভারি হয়ে গিয়েছে। এদের মধ্যে অন্তত ২০ জন সেই পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গিয়েছেন।
অভিযুক্তদের নাগাল পেতে এবার ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির আবেদন করল কলকাতা পুলিশ। অভিবাসন দফতরের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। লুক আউট নোটিশ জারি হলে বিশ্বের যে কোনও দেশেই থাকুন না কেন অন্য আর কোনও দেশে যেতে পারবেন না তাঁরা। উলটে সেই দেশ ছাড়ার চেষ্টা করলে খবর চলে আসবে কলকাতা পুলিশের কাছে।