বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাতভর তল্লাশি, নিখোঁজ সারমেয়কে খুঁজে বের করল কলকাতা পুলিশ, মায়ের কোল পেল লুসি

রাতভর তল্লাশি, নিখোঁজ সারমেয়কে খুঁজে বের করল কলকাতা পুলিশ, মায়ের কোল পেল লুসি

নিখোঁজ সারমেয়কে খুঁজে পেল কলকাতা পুলিশ। সৌজন্যে কলকাতা পুলিশ 

পুলিশ নিয়ে নানা অভিযোগ থাকে সাধারণ মানুষের। তবে এক্ষেত্রে একটু অন্যরকম। আসলে সারমেই হোক, আর মানবসন্তানই হোক, সন্তান হারানো মায়ের পাশে দাঁড়িয়েছে কলকাতা পুলিশ। কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

সন্তান যখন নিখোঁজ, এই শিরোনামেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কলকাতা পুলিশ। আর সেই সন্তান আর কেউ নয়, লুসি। আসলে এটি একটি গোল্ডেন রিট্রিভার। হারানো সেই সারমেয়কে খুঁজে বের করল কলকাতা পুলিশ। সোশ্য়াল মিডিয়ায় এনিয়ে পোস্ট করতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। পশুপ্রেমীরা তো একেবারে আনন্দে আটখানা।

পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, কালীপুজোর পরের দিন ২৫ অক্টোবরের সন্ধ্যা। দুমাসের শিশুকে বাড়ির উঠোনে ঘুমন্ত অবস্থায় রেখে ১৫-২০ মিনিটের জন্য বেরিয়েছিলেন মা তৃষা কর্মকার।…ফিরে এসে দেখেন বাড়ির কোথাও নেই সেই শিশু। নাম তার লুসি। জাতে গোল্ডেন রিট্রিভার।

পুলিশ সূত্রের খবর, নিখোঁজ লুসির সন্ধান পেতে চারু মার্কেট থানার দ্বারস্থ হয়েছিলেন ওই মা। এরপর নিখোঁজ লুসির 'নিরাপত্তাহীনতার' কথা ভেবে তৃষার কাতর আবেদনে সাড়া দেন থানার সাব ইনস্পেক্টর সর্বেশ্বর রায়। ওসির সুভাষ অধিকারীর নির্দেশে রাতভর তল্লাশি, বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয় লুসির ছবি।

অবশেষে পরদিন ভোরে নাইট পেট্রলিং টিমের নজরে আসে তৃষার বাড়ি থেকে কিছু দূরে ছোট রাজবাড়ির মাঠ। সেই মাঠের এককোণে ভয়ে সিঁটিয়ে থরথর করে কাঁপছে লুসি। এরপর থানায় নিয়ে গিয়ে সেই হারানো লুসিকে তৃষার হাতে তুলে দিয়েছে পুলিশ।

এই পোস্ট দেখে কলকাতা পুলিশকে অশেষ ধন্যবাদ জানাচ্ছেন নেটিজেনরা। পশুপ্রেমীরা একেবারে দরাজ প্রশংসা করছেন কলকাতা পুলিশের। এদিকে পুলিশ নিয়ে নানা অভিযোগ থাকে সাধারণ মানুষের। তবে এক্ষেত্রে একটু অন্যরকম। আসলে সারমেই হোক, আর মানবসন্তানই হোক, সন্তান হারানো মায়ের পাশে দাঁড়িয়েছে কলকাতা পুলিশ। কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

বন্ধ করুন