বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌মা উড়ালপুলে’‌ গাড়ি দাঁড় করানো যাবে না, জরিমানা–সহ নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

‘‌মা উড়ালপুলে’‌ গাড়ি দাঁড় করানো যাবে না, জরিমানা–সহ নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

মা উড়ালপুল

মা উড়ালপুলে গাড়ির চাপ থাকে প্রত্যেকদিন। বিশেষ করে অফিস টাইমে এই উড়ালপুলে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে। সেখানে কোনওরকম সমস্যা দেখা দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এজেসি বোস রোড, মা উড়ালপুলের জ্যাম নিয়ে তিতিবিরক্ত হয়ে ওঠে পুলিশ। তাই আরও কড়া হচ্ছে তারা। উড়ালপুলে গাড়ি দাঁড় করালেই জরিমানা করা হবে।

আজ, রবিবার থেকে আর ‘‌মা উড়ালপুলে’‌ গাড়ি দাঁড় করানো যাবে না। শুধু তাই নয়, মা উড়ালপুলে গাড়ি খারাপ হয়ে গেলেও দিতে হবে মোটা টাকা জরিমানা। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি হয়েছে। আর সেই নির্দেশিকা থেকে এটা স্পষ্ট, ট্রাফিক নিয়ে আরও কড়া হতে চলেছে কলকাতা পুলিশ। এবার রক্ষণাবেক্ষণের অভাবে যদি গাড়ি খারাপ হয় তাও আবার মা উড়ালপুলে তাহলেই গুনতে হবে মোটা টাকার জরিমানা। এই জরিমানা করবে পুলিশ। অত্যন্ত প্রয়োজন ছাড়া কোনও অবস্থাতেই ফ্লাইওভারে গাড়ি দাঁড় করানো যাবে না।

‘‌মা উড়ালপুল’‌ হচ্ছে রাজ্যের সব থেকে ব্যস্ততম ফ্লাইওভার। এই উড়ালপুল ব্যবহার করে দিনে–রাতে মিলিয়ে লক্ষ লক্ষ গাড়ি। তাই এখানে কোনওরকম যানজট হলে বা সমস্যা দেখা দিতে সেটা সামলাতে হয় কলকাতা ট্র‌্যাফিক পুলিশকে। তবে শুধু মা উড়ালপুলের ক্ষেত্রে নয়, এজেসি বোস রোডের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকরা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। মা উড়ালপুলে যানজটে পড়লে নাকাল হতে হয় শহরবাসীকে। বহু ক্ষেত্রেই দেখা যায়, গাড়ি খারাপ হয়ে গিয়ে যানজট তৈরি হচ্ছে। এই যানজট তৈরি হলে অন্তত একঘণ্টা থমকে যায় আচার্য প্রফুল্লচন্দ্র রোড, মা উড়ালপুল, পার্ক সার্কাস থেকে শুরু করে ইএম বাইপাস।

এই পরিস্থিতি আর যাতে না হয় এবং মানুষকে যানজটের সমস্যা পড়তে না হয় তাই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে এই নির্দেশিকা দিয়েছে। যেখানে তারা উল্লেখ করেছে, রক্ষণাবেক্ষণের অভাবে মা উড়ালপুলে গাড়ি খারাপ হওয়া থেকে শুরু করে টুকটাক পথ দুর্ঘটনায় উড়ালপুলে গাড়ি থামিয়ে বচসা জুড়লে তা আর মানা হবে না। বরং এই কাজ করার জন্য গুনতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। আসলে মা উড়ালপুলে যানজট কমাতে এই নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, মোটরযান আইনের ১৯০ (১) ধারা অনুযায়ী, এই সব ক্ষেত্রে পাঁচ হাজার টাকা বা তার বেশি জরিমানা দিতে হতে পারে।

আরও পড়ুন:‌ রাজ্যের উপর থেকে ঋণের বোঝা কমিয়ে আনা হচ্ছে, বিধানসভায় পেশ অর্থমন্ত্রীর রিপোর্ট

এছাড়া মা উড়ালপুলে গাড়ির চাপ থাকে প্রত্যেকদিন। বিশেষ করে অফিস টাইমে এই উড়ালপুলে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে। সেখানে কোনওরকম সমস্যা দেখা দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। আর তখন এজেসি বোস রোড, মা উড়ালপুলের জ্যাম নিয়ে তিতিবিরক্ত হয়ে ওঠে পুলিশ। তাই আরও কড়া হচ্ছে তারা। উড়ালপুলে গাড়ি দাঁড় করালেই এবার থেকে জরিমানা করা হবে। যানজটের জেরে উড়ালপুলে গাড়ি চলাচল থমকে গেলে তীব্র বিপাকে পড়তে হয় যাত্রীদের। এই পদক্ষেপের পর গাড়ি চালকরা সচেতন হবেন বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.