মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল ব্যবহার করে যেমন দ্রুত সল্টলেক পৌঁছে যাওয়া যায় তেমনি দ্রুত ফিরে আসা যায় রবীন্দ্র সদনে। তাই অফিস টাইমে বহু মানুষ গন্তব্যে পৌঁছনোর জন্য এই উড়ালপুল ব্যবহার করে থাকেন। আর তাই যাতে মা উড়ালপুলে কোনওভাবে যানজট তৈরি না হয় তার জন্য তিনটি প্রস্তাবের কথা ভেবেছে কলকাতা পুলিশ বলে সূত্রের খবর। তার মধ্যে একটি হচ্ছে, সকালের দিকে এই উড়ালপুলে দু’চাকার গাড়ি নিয়ন্ত্রণ করা হবে।
এই তিনটি প্রস্তাব নবান্নে পাঠানো হবে। তার আগে এই তিনটি প্রস্তাব নিয়ে পুলিশের মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনার পর তা নবান্নে পাঠানো হবে। লালবাজার ট্রাফিক বিভাগ, পুলিশ–প্রশাসনের দফতর এবং স্থানীয় গার্ড— এই তিন প্রস্তাব দিয়েছে। যদিও চূড়ান্ত হয়নি। প্রত্যেকদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে মা উড়ালপুলে যানজট দেখা দেয়। আর তখন কিছু যানবাহনের গতি তীব্র থাকায় দুর্ঘটনা ঘটে। সকালে উড়ালপুলে এই দুর্ঘটনা ঠেকাতে এবং যানজট মুক্ত রাখতে কয়েকটি পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। তার মধ্যে সায়েন্স সিটিতে মা উড়ালপুলের র্যাম্পের ক্ষেত্রে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করা।
আরও পড়ুন: নির্যাতিতার উপর চাপ দেওয়া হয়েছিল, রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়
এই যানবাহন নিয়ন্ত্রণের ভাবনা ভাল হলেও সেটা কতটা যুক্তিযুক্ত হবে এখন তাও ভাবা হচ্ছে। কোন ধরণের গাড়ি নিয়ন্ত্রণ সকালে করা হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার বলেন, ‘ইএম বাইপাস থেকে চারটি পথ হয়ে গাড়ি মা উড়ালপুলে ওঠে। দুটি সল্টলেকের দিক থেকে এবং দুটি রুবির দিক থেকে। কিন্তু উড়ালপুলে এই চারটি লাইন দুটিতে পরিণত হয়। আর তার জেরে গাড়ির সংখ্যা বেড়ে যায় এবং শ্লথ গতি হয়ে যায়। তাই ক্ষণিকের জন্য গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারলে সেক্ষেত্রে অফিস টাইমে মা উড়ালপুলের গতি মসৃণ থাকবে। দুর্ঘটনা এড়ানো যাবে।’
এছাড়া উড়ালপুলে স্পিড লিমিট নিয়ে ভাবনাচিন্তা রয়েছে। লালবাজার সূত্রে খবর, এই মুহূর্তে মা উড়লাপুলে দুটি স্পিড লিমিট লাগানো আছে। এই দিকে খেয়াল রেখে মা উড়ালপুলে কিছু গাড়ি চালক অত্যন্ত ধীর গতিতে গাড়ি চালান। যাতে স্পিড লিমিট পার না হয়। কারণ তা পার হলে জরিমানা দিতে হয়। তৃতীয় প্রস্তাব হল, সকালের দিকে দুই চাকার গাড়ি নিয়ন্ত্রণ করা। সকাল এবং সন্ধ্যায় মা উড়ালপুলে গাড়ির গতি নিয়ে আপডেট চাওয়া। উড়ালপুলের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের থেকে তা নিয়ে খতিয়ে দেখা। এই প্রস্তাবগুলি ভাবা হয়েছে। তবে নবান্নে পাঠানো হয়নি বলে সূত্রের খবর।