বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mahua Moitra's comment on Goddess Kali: 'মা কালী আমার কাছে মাংস খাওয়া, মদ গ্রহণকারী দেবী', বললেন তৃণমূলের মহুয়া

Mahua Moitra's comment on Goddess Kali: 'মা কালী আমার কাছে মাংস খাওয়া, মদ গ্রহণকারী দেবী', বললেন তৃণমূলের মহুয়া

মহুয়া মৈত্র। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Mahua Moitra's comment on Goddess Kali: ‘কালী’ সিনেমার পোস্টার বিতর্কের মধ্যেই মহুয়া মৈত্র দাবি করেন, নিজের দেবদেবীকে কীভাবে দেখবেন, সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। ভারতেই এমন জায়গা আছে, যেখানে দেব-দেবীকে হুইস্কি দেওয়া হয়। আবার এমন জায়গা আছে, যেখানে সেটা ধর্মীয় বিরুদ্ধারণ হয়ে যাবে।

'মা কালী আমার কাছে মাংস খাওয়া, মদ গ্রহণকারী দেবী।' এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বক্তব্য, ভারতেই এমন জায়গা আছে, যেখানে দেব-দেবীকে হুইস্কি দেওয়া হয়। আবার এমন জায়গা আছে, যেখানে সেটা ধর্মীয় বিরুদ্ধারণ হয়ে যাবে।

মঙ্গলবার ইন্ডিয়া টুডে'র ইস্ট কনক্লেভে ‘কালী’ সিনেমার পোস্টার বিতর্ক নিয়ে মহুয়াকে প্রশ্ন করা হয়। সেখানে তিনি দাবি করেন, নিজের দেবদেবীকে কীভাবে দেখবেন, সেটা ব্যক্তিগত বিষয়। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, ‘আপনি যদি ভুটানে যান, বা উদাহরণস্বরূপ সিকিমে যান, তাঁরা সকালে পুজোর সময় দেবদেবীকে হুইস্কি দেন। এবার আপনি যদি উত্তরপ্রদেশে গিয়ে বলেন যে ভগবানকে প্রসাদ হিসেবে হুইস্কি দিচ্ছেন, তাহলে তাঁরা সেটাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত বলবেন।’

আরও পড়ুন: 'Kaali' poster Row: মা কালীকে নিয়ে ‘প্ররোচনামূলক’ পোস্টার সরানো হোক, কানাডাকে বার্তা ভারতের

সম্প্রতি ডকুমেন্ট্রি ফিল্মমেকার লীনা মানিমেকালাইয়ের ‘কালী’ সিনেমার ‘অবমাননাকর’ পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পোস্টারে মা কালীর বেশে এক মহিলাকে দেখা গিয়েছে। নেটিজেনদের একাংশ লীনার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ করেছেন। পরিচালককে গ্রেফতারির দাবিও উঠেছে। ইতিমধ্যে দিল্লি এবং উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

আরও পড়ুন: TMC on Mahua Moitra's Maa Kali comment: ফের মহুয়ার সমালোচনায় তৃণমূল, এবার মা কালী নিয়ে সাংসদের মন্তব্যের নিন্দা

যদিও রোষের মুখে পড়ে লীনা বলেছেন, ‘ভালোবাসাকে বেছে নিন, ঘৃণাকে নয়।’ তিনি দাবি করেছে, ‘কানাডার সংস্কৃতির বৈচিত্র্য নিয়ে ছবি বানানোর জন্য টরেন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল। (সেজন্য) মা কালী ছবিটি আমি তৈরি করেছি। তাতে আমি অভিনয়ও করেছি।’ সঙ্গে তিনি দাবি করেন, 'একটি সন্ধ্যার গল্প নিয়ে এই ছবি তৈরি করেছি, যখন টরেন্টোর রাস্তায় মা কালী আবির্ভূত হন। যদি আপনি এই ছবিটা দেখেন তাহলে লীনা মানিমেকালাইকে গ্রেফতারির দাবি জানাবেন না। বলবেন, লীনা তোমায় আমরা ভালোবাসি। আমার কালী কথা বলবেন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে। ভালোবাসা যে শ্রেষ্ঠ ধর্ম, সেই বার্তা দেবে।'

বন্ধ করুন