রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারির আবহে যখন তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিলাসবহুল জীবন নিয়ে প্রশ্ন উঠছে, তখন স্বমহিমাতেই ধরা দিলেন মদন মিত্র। একদিকে যেমন প্রভু জগন্নাথ দেবকে আরোধনা করতে দেখা গেল মদন মিত্রকে, তেমনি সুবিশাল অট্টালিকার বারান্দায় দাঁড়িয়ে নিজের ছবি তুলতেও দেখা গেল তাঁকে। তবে এই সব কিছু যে নেটিজেনদের একাংশ মোটেও ভালোভাবে নিচ্ছেন না, সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে।
সোমবার ফেসবুকে একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তৃণমূল নেতা মদন মিত্র। সেই ছবিতে দেখা যাচ্ছে, সুবিশাল অট্টালিকার বারান্দায় দাঁড়িয়ে রঙিন পোশাকে নিজের ছবি তুলছেন মদন মিত্র। পিছনে ঝকমকে রঙিন দৃশ্য। আবার কোথাও আবার দেখা যাচ্ছে কালারফুল পোশাক আর চোখে চিরাচরিত সানগ্লাস পড়ে বন্ধুদের সঙ্গে খোশমেজাজে গল্পে ব্যস্ত মদন। সেইসঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে যেখানে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো অর্চনায় ব্যস্ত মদন। ধূপধুনো দিয়ে আরতি ‘রঘুপতি রাঘব রাধারাম’–এর গান, সেই সঙ্গে জগন্নাথ বন্দনা। সেখানে গায়ে ঝকমকে নীল রঙের পাঞ্জাবি ও চোখে সেই চিরাচরিত সানগ্লাস।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজস্ব ভক্তকূল ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন মদন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে মদনের এই সব কাজকর্ম নেটিজেনদের সবাই ভালোভাবে নিচ্ছে, তা কিন্তু নয়। অনেকেরই মতে, ‘মন্ত্রী নেতারা এই সব জীবনযাত্রা আমাদের শরীর ও মনে রাগ ও ঘৃণার সঞ্চার হয়। স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হন। না হলে আমরা নানাভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়ছি।’