বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > একজন স্ত্রীকে ৫ জন স্বামী ভাগ করে খেতে পারে, এটাই পশ্চিমবঙ্গ-ভারতের কালচার: মদন

একজন স্ত্রীকে ৫ জন স্বামী ভাগ করে খেতে পারে, এটাই পশ্চিমবঙ্গ-ভারতের কালচার: মদন

মদন মিত্র। ফাইল ছবি

সন্ধ্যায় সেই নিয়ে সাংবাদিকরা মদন মিত্রের প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, ‘যখন দ্রৌপদীকে নিয়ে এলেন, তখন বললেন, মা দেখো কী এনেছি। তখন কুন্তী বললেন, যা এনেছো তোমরা পাঁচ ভাই ভাগ করে খাও।

পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের কালচার হচ্ছে স্ত্রীকেও ৫ জন স্বামী ভাগ করে খেতে পারে। সাংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্রের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

রাজ্যে মিড ডে মিলে কারচুপি ধরতে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদল মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের একটি স্কুলে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা জানতে পারেন, সেখানে মিড ডে মিল রান্না করেন ৭ জন। কিন্তু তাদের মধ্যে বেতন পান ৫ জন। সেই বেতনই ৭ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। রান্নার দায়িত্বে থাকা মহিলারাই কেন্দ্রীয় প্রতিনিধিদের সেকথা জানান।

সন্ধ্যায় সেই নিয়ে সাংবাদিকরা মদন মিত্রের প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, ‘যখন দ্রৌপদীকে নিয়ে এলেন, তখন বললেন, মা দেখো কী এনেছি। তখন কুন্তী বললেন, যা এনেছো তোমরা পাঁচ ভাই ভাগ করে খাও। তো পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের কালচার হচ্ছে স্ত্রীকেও ৫ জন স্বামী ভাগ করে খেতে পারে। যদি পাঁচটা রুটি থেকে কিছু অতিরিক্ত থাকে, সেটা যদি ২ জন গরিব লোক খায়। তাতে অসুবিধার কী আছে?

মদনের মন্তব্যের তীব্র নিন্দা করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘তৃণমূলের নেতা বলেন, দ্রৌপদীকে ৫ জন খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী হলেও তাঁর দলের শিক্ষা সংস্কৃতি, মানসিকতা কী? একদিকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দেন আরেকদিকে মহিলাদের সম্পর্কে এই কুরুচিকর মন্তব্য। পশ্চিমবঙ্গের মহিলা কেন পৃথিবীর কোনও মহিলাকে আপনারা সম্মান দিতে জানেন না।’

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন