বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ১০০ শতাংশ পেলে তো ভোট বাতিল হবে, তাই পঞ্চায়েতে ৯৮ শতাংশ পাবে তৃণমূল: মদন

১০০ শতাংশ পেলে তো ভোট বাতিল হবে, তাই পঞ্চায়েতে ৯৮ শতাংশ পাবে তৃণমূল: মদন

মদন মিত্র

মদনবাবু বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে ৯৮ শতাংশ জায়গায় তৃণমূল কংগ্রেস এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। ২ শতাংশ বাদ না দিলে ভোটটা বাতিল হয়ে যাবে তো। রেখে ঢেকে খেলতে হয়। এ তো খেলা শুরু হয়ে গেল না’

ফের পঞ্চায়েত ভোটে বুথ দখলের প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর তৃণমূল বিধায়ক মদন মিত্রের মুখে। বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ৯৮ শতাংশ জায়গায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল কংগ্রেস। তাঁর সংযোজন, ২ শতাংশ বাদ না দিলে ভোটটা বাতিল হয়ে যাবে।

এদিন মদনবাবু বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে ৯৮ শতাংশ জায়গায় তৃণমূল কংগ্রেস এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। ২ শতাংশ বাদ না দিলে ভোটটা বাতিল হয়ে যাবে তো। রেখে ঢেকে খেলতে হয়। এ তো খেলা শুরু হয়ে গেল না’?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি বলেন, ‘অপজিশন কোর্টে দাঁড়িয়ে বলছে, আমার বাড়ির সামনে যেন কেউ না আসে। এমন দিন আসবে না বাড়ির সামনে একটা ইঁদুরও যাবে না’।

মদন মিত্রের মন্তব্যের প্রতিক্রিয়ায়, ‘পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূলের গুন্ডামি তত বাড়বে। সাধারণ মানুষ স্বাধীনভাবে ভোট দিলে ওদের কপালে দুঃখ আছে। যখনই তৃণমূল নেতারা বলবেন শান্তিপূর্ণ ভোটের প্রস্তুতি চলছে, বুঝবেন প্রস্তুতি চলছে কী ভাবে মানুষকে ঘর থেকে বেরোতে না দেওয়া হয়। ওরাই গিয়ে ভোটটা দিয়ে আসবে। সাধারণ মানুষকে ভোট দিতে দেবে না। এটা তৃণমূলের পক্ষে একটা একান্ত জরুরি কর্তব্য। আমাদের দেশের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তরা শিরদাঁড়াহীন। পুলিশ প্রশাসন কোন পর্যায়ে পৌঁছে গিয়েছেন মানুষ দেখতে পাচ্ছেন। তবে মদনবাবুরা ভুলে যাচ্ছেন, গ্রামের মানুষ এবার লাঠি নিয়ে বেরোচ্ছেন। এটা বাড়বে। পরিণতি ভয়াবহ হবে’।

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গে কোন ভোটটা শান্তিপূর্ণ নিরপেক্ষ হয়? আমরাও তৈরি আছি। সময়ে দেখা যাবে। এই সব ডায়লগ দিয়ে বাজার গরম করে রাখা হচ্ছে। ১৮-য় গুন্ডা ও পুলিশ দিয়ে যে শান্তিপূর্ণ ভোট ওরা করিয়েছিলেন, তার উত্তর ১৯-এ সাধারণ মানুষ দিয়েছিল। এটা যেন ওরা মনে রাখেন’।

 

বন্ধ করুন