খাতায় কলমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আয়োজনের তোড়জোড় শুরু করল রাজ্য সরকার
১ মিনিটে পড়ুন . Updated: 19 Oct 2021, 10:40 PM IST- শিক্ষা দফতর সূত্রের খবর, ইতিমধ্যে পরীক্ষা কী ভাবে গ্রহণ করা হবে তার খসড়া তৈরি করে নবান্নে পাঠানো হয়েছে।
আগামী বছর পুরনো পদ্ধতিতে খাতায় কলমেই হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা। এমনটাই খবর শিক্ষা দফতর সূত্রে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সিবিএসসির ধাঁচে আগামী বছর লিখিত পরীক্ষা নিতে চায় রাজ্য সরকার। সেকথা জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংসদগুলিকে।
২০২০ সালের মার্চ থেকে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। সেবছর মাধ্যমিক পরীক্ষা হলেও উচ্চ মাধ্যমিকের শেষ দুটি পরীক্ষার আগেই শুরু হয় লকডাউন। আর ২০২১-এ গোটা পরীক্ষাটাই হয়েছে আভ্যন্তরীণ মূল্যায়ণের মাধ্যমে। তবে CBSE খাতায় কলমে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করার পর এবার সেই পথে হাঁটতে চলেছে রাজ্য সরকারও।
শিক্ষা দফতর সূত্রের খবর, ইতিমধ্যে পরীক্ষা কী ভাবে গ্রহণ করা হবে তার খসড়া তৈরি করে নবান্নে পাঠানো হয়েছে। সেখান থেকে ছাড়পত্র এলেই ঘোষণা করা হতে পারে দিনক্ষণ।
শিক্ষাবিদদের কথায়, চলতি বছর নবম ও একাদশ শ্রেণির মূল্যায়ণের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বর দেওয়া হয়েছে। কিন্তু আগামী বছর সেই নম্বর থাকবে না পর্ষদের কাছে। কারণ ২০২১ সালে কোনও পরীক্ষাই হয়নি। এই পরিস্থিতিতে পরীক্ষার আয়োজন করতেই হবে সরকারকে।