সামনেই মাধ্যমিক পরীক্ষা। পডুয়াদের জীবনের সবথেকে বড় পরীক্ষা। ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেই পরীক্ষাকে ত্রুটি মুক্ত করাটা রাজ্য সরকার তথা মধ্যশিক্ষা পর্ষদের কাছে বড় চ্যালেঞ্জ। সোমবার এনিয়ে প্রস্তুতি বৈঠক করলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি মাসের ২০ তারিখ থেকে রাজ্য়ের কোথাও আর মাইক ব্যবহার করা যাবে না। কোথাও কোনও মিটিং মিছিল করা যাবে না। অর্থাৎ পরীক্ষার্থীদের যাতে কোনওভাবেই সমস্যা না হয় সেটাই নিশ্চিত করতে চাইছে সরকার।
এদিকে পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস যাতে না হয়, গণটোকাটুকি যাতে কোথাও না হয়, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে যাতে কোনও সমস্যা না হয় তা নিয়েও আলোচনা হয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে সমস্যা পড়েন পরীক্ষার্থীরা। চা বাগান এলাকায় ট্রাকে চেপে পরীক্ষা দিতে যায় পরীক্ষার্থীরা। টোটো উলটে পরীক্ষার্থী জখম হয়েছে এমন নজিরও রয়েছে। একাধিক দুর্ঘটনার নজিরও রয়েছে মাধ্যমিকের সময়। সেকারণে এবার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। সরকারি বাস যাতে পর্যাপ্ত থাকে সেব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যাতে জমায়েত করা না হয় সেটা নিশ্চিত করার ব্যাপারেও বলা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেটা দেখার কথা বলা হয়েছে। এব্যাপারে পুলিশ, প্রশাসনকেও অ্যালার্ট করা হয়েছে।
অন্যদিকে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি জেরক্সের দোকানগুলিকে বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পরীক্ষার ১ ঘণ্টা আগে থেকে এই দোকানগুলিকে বন্ধ রাখতে হবে। নির্দেশ মুখ্যসচিবের।
নকল রুখতেও এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি এলাকায় পুলিশ প্রশাসনের নজরজারি থাকবে।
এদিকে এবার মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার, ৯২৮। ছাত্রের সংখ্যা ২ লক্ষ, ৯০ হাজার ১৭২জন। ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১জন।
তবে ওয়াকিবহাল মহলের মতে, এবার নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে সরকারের কার্যত লেজেগোবরে অবস্থা। সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় কোথাও সমস্যা হলে মুখ পুড়বে সরকারের। সেজন্য আগাম সতর্ক রয়েছে সরকার।