আর মাঝে একটা দিন। তারপরই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা। আর তা নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অতিরিক্ত বাস–মিনিবাস যেমন রাস্তায় নামছে তেমন থাকবে অটো–ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব পরিষেবা। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এই বছরের মাধ্যমিক পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে। এই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা এবার জানিয়ে দিল স্বাস্থ্য ভবন। কলকাতা পুলিশও হাত বাড়িয়ে দিয়েছে। তাই পরীক্ষার্থীদের জন্য তারা চালু করল একটি বিশেষ হেল্পলাইন নম্বর। যদি কোনও পরীক্ষার্থী কোনওরকম সমস্যায় পড়ে তাহলে ফোন করা যাবে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে। সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সাহায্য।
আগামী ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি। সুতরাং লম্বা সময় ধরে পরীক্ষা হবে। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। যা চলবে ১৮ মার্চ পর্যন্ত। সুতরাং মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যেসব পরিষেবা চালু থাকবে তা উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও বহাল থাকবে। আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন। তাতে উল্লেখ করা হয়েছে, সমস্ত সরকারি হাসপাতালে ‘সিক বেড’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ পরীক্ষার সময় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে সেখানে ভর্তি করা যায়। চিকিৎসা তো চলবেই। তার সঙ্গে অসুস্থ পরীক্ষার্থীদের কাউন্সেলিং করানোর ব্যবস্থাও থাকবে হাসপাতালে। ব্লক সদর দফতরে অ্যাম্বুল্যান্স রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। আবার প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে আশা কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: পুরুলিয়ায় পথ দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস, কতজন মৃত? শিশু–মহিলা নিয়ে আহত ১৩
মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে। প্রযুক্তি নির্ভর ব্যবস্থা রাখা হয়েছে। মেটাল ডিটেক্টর সব স্কুলে পৌঁছে গিয়েছে। যাতে পরীক্ষার্থীরা বাইরে থেকে কোনও কিছু নিয়ে এলে ধরা পড়ে যায়। আজ শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধ্যমিক শিক্ষা পর্ষদের দফতরে ১০৬টি স্কুলের আধিকারিকরা এসে ১৪১ জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছেন। যাতে পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ড তাদের হাতে তুলে দিতে পারে। কারণ এই অ্যাডমিট কার্ড না পাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। আর অ্যাডমিট কার্ড পেয়ে গেলে সোমবার থেকে ওই পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবে।
এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষার্থী। ২০২৪ সালের থেকে ৬২ হাজার পরীক্ষার্থী বেশি। তার মধ্যে ৪,২৮,৮০৩ জন ছাত্র এবং ৫,৫৫,৯৫০ জন ছাত্রী রয়েছে। বাংলাজুড়ে পরীক্ষা হবে মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে। ৪২৩ জন ‘কাস্টোডিয়ান’ থাকবেন। তাঁদের কাছে ইতিমধ্যেই প্রশ্নপত্র চলে গিয়েছে। ২০২৪ সালের মতো ২০২৫ সালেও কড়া নজরদারিতে মাধ্যমিক পরীক্ষা হবে। মোবাইল বা ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাহলে প্রবেশ করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে ১৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল।