বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Madhaymik-H.S scrutiny: উচ্চমাধ্যমিকে এক বিষয়েই নম্বর বাড়ল ৫৮! রিভিউয়ের পর মাধ্যমিকে প্রথম দশে আরও ১৮

Madhaymik-H.S scrutiny: উচ্চমাধ্যমিকে এক বিষয়েই নম্বর বাড়ল ৫৮! রিভিউয়ের পর মাধ্যমিকে প্রথম দশে আরও ১৮

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল প্রকাশ হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

পুনর্মূল্যায়নের পর মাধ্যমিকের প্রথম দশে স্থান পেল মোট ১৩২ জন। এ নিয়ে প্রশ্নের মুখে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রের খবর, এ বছর স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলেন ৩২,৭৪০ জন পরীক্ষার্থী তার মধ্যে ১১,৪৫৬ জন পরীক্ষার্থীর উত্তরপত্রে নম্বর বেড়েছে। ৫০০টি উত্তরপত্রে ১০ নম্বর করে বেড়েছে।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল প্রকাশ হল। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে প্রথম দশে কোনও পরিবর্তন না ঘটলেও মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম দশের মেধা তালিকায় ব্যাপক পরিবর্তন হল। 

এর আগে মাধ্যমিকের মেধাতালিকায় ১১৪ জন পরীক্ষার্থী স্থান পেয়েছিল। কিন্তু, স্ক্রুটিনির পর আরও ১৮ জন পরীক্ষার্থী মেধাতালিকায় স্থান পেল। ফলে স্বাভাবিকভাবেই আগের প্রকাশ হওয়া মেধা তালিকায় পরিবর্তন হয়েছে। অর্থাৎ পুনর্মূল্যায়নের পর মাধ্যমিকের প্রথম ১০ মেধা তালিকায় স্থান পেল মোট ১৩২ জন। এ নিয়ে প্রশ্নের মুখে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদ সূত্রের খবর, এ বছর স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলেন ৩২,৭৪০ জন পরীক্ষার্থী তার মধ্যে ১১,৪৫৬ জন পরীক্ষার্থীর উত্তরপত্রে নম্বর বেড়েছে। ৫০০টি উত্তরপত্রে ১০ নম্বর করে বেড়েছে। এর ফলে মেধাতালিকায় স্বাভাবিকভাবেই পরিবর্তন ঘটেছে। নতুন মেধা তালিকা অনুযায়ী পঞ্চম স্থান পেয়েছেন কোচবিহারের গোপালনগর এমএসএস হাই স্কুলের ছাত্রী অনন্যা দেব। সে এর আগে সপ্তমে ছিল। একইভাবে বীরভূমের সৌমাল্য নিয়োগী অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে চলে এসেছে। কোচবিহারের রিফা তমান্না দশম থেকে নবমে স্থানে চলে এসেছে।

প্রসঙ্গত, শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীরা স্ক্রুটিনির জন্য আবেদন জানাতে পারেন। তবে অকৃতকার্য পরীক্ষার্থীরা রিভিউয়ের জন্য আবেদন করতে পারেন। মাধ্যমকে অসংখ্য পরীক্ষার্থী স্ক্রুটিনির জন্য আবেদন জানিয়েছিলেন। সে ক্ষেত্রে ৯৩১ টি উত্তরপত্রের নম্বর বেড়েছে বলে জানা গিয়েছে গিয়েছে।

অন্যদিকে, উচ্চমাধ্যমিকে ৮৫ হাজারের বেশি পরীক্ষার্থী রিভিউয়ের জন্য আবেদন জানিয়েছিলেন। সেক্ষেত্রে ১৮ হাজার ৫৭৬ টি উত্তরপত্রে নম্বর বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এক থেকে পাঁচ নম্বর বেড়েছে। তবে একটি খাতায় ৫৮ নম্বর বেড়েছে। এছাড়া, স্ক্রুটিনির জন্য ৮,৬১ জন পরীক্ষার্থী আবেদন জানিয়েছিলেন। তবে নম্বর বাড়লেও এরফলে উচ্চমাধ্যমিকের ২৭২ জনের মেধাতালিকায় কোনও প্রভাব পড়েনি বলেই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

বাংলার মুখ খবর

Latest News

হত্যালীলায় মাতলেন অপরাধী, ৩ ঘণ্টায় প্রাণ গেল ৮১ প্রাণীর! বিবাহিত জীবনে মাধুর্য ফেরাতে আগামিকাল রাধাষ্টমীতে করুন এ কাজ, আসবে সুখ ও সৌভাগ্য আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথমবার পথে নামছেন BJP-র মিঠুন চক্রবর্তী! কবে-কখন? একদা ভর্তি নেয়নি মুম্বইয়ের কলেজ, লেকচার দিতে সেখানেই ফিরলেন গৌতম আদানি হুইস্কি মিশিয়ে আইসক্রিম বিক্রি করছিলেন দোকানদার! খবর পেয়ে তদন্তে এসে হতবাক পুলিশ হরিয়ানায় প্রার্থী তালিকায় চমক! জেসিকা খুনে দোষী মনু শর্মার মাকে টিকিট দিল BJP কেউ পড়তে চায় না, আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো বন্ধ করল বাংলা প্রেসক্রিপশন, বিলের পর এবার জন্মদিনের মেনু, প্রতিবাদের বার্তা বনগাঁর পরিবারের এই ৫ রাশির মানুষ সবচেয়ে আবেগপূর্ণ, জেনে নিন কারা? ২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ মহিলাই অবিবাহিত, নিঃসন্তান থাকবেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.