মাধ্যমিক পরীক্ষার খাতায় বিস্তর ভুল। আর তার জেরে বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। শিক্ষকদের এবার এই বিষয়ে সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ণে উত্তরপত্রে নম্বর যোগ করার সময় ভুল হয়েছে বলে অভিযোগ। আর তার জেরে ১২ হাজার উত্তরপত্রের নম্বরে গরমিল দেখা দিয়েছে। তাই শিক্ষকদের শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রায় ১৩০০ শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদ করতে চলেছে বলে সূত্রের খবর। এই ভুলের সংশোধন করার পর সংখ্যা দাঁড়ায় ১২০০০ পরীক্ষার্থী। তাই ১৩০০ শিক্ষককে সতর্ক করেছে পর্ষদ।
এদিকে মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনি রিপোর্ট সামনে এসেছে। তাতেই প্রকাশ্যে আসে, যোগে ভুল করেন শিক্ষকরা। এই ভুলের জন্য কোনও পরীক্ষার্থীর ২২ নম্বর পর্যন্ত বেড়েছে। এমসিকিউ অংশ যোগ করার ক্ষেত্রে কোথাও ভুলত্রুটি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের জেরে একাধিক শিক্ষক–শিক্ষিকাকে সশরীরে তলব করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার খাতায় নম্বর যোগ করতে গিয়ে যাঁদের ভুল আরও গুরুতর তাঁদেরকে তলব করা হচ্ছে পর্ষদের অফিসে। গত সপ্তাহেই মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ এবং স্ক্রুটিনির ফলপ্রকাশ করে। তখনই এই ভুল নজরে আসে এবং তাই শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পথেই হাঁটল পর্ষদ।
আরও পড়ুন: শুনানি বয়কট করলেন কলকাতা হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীরা, কীসের প্রতিবাদে?
অন্যদিকে এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ৬৩ লক্ষ খাতার মধ্যে ১২ হাজার খাতায় ভুল ধরা পড়েছে। তার জেরে মেধাতালিকায় বদল ঘটেছে। এই খবর সামনে আসতেই বিড়ম্বনায় পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই এই ঘটনায় শিক্ষকদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এবার শিক্ষকদের সতর্ক করেছে বলে সূত্রের খবর। মেধা তালিকায় স্থান বদল হয়েছে চারজন পরীক্ষার্থীর। প্রথম দশ জনের মেধাতালিকায় ঢুকে পড়েছে আরও সাতজন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই ফলাফল জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এছাড়া এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে অবহেলা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে বুঝিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় কেমন করে নম্বর যোগ করতে শিক্ষকরা ভুলে গেলেন? উঠেছে প্রশ্ন। কর্তব্যে গাফিলতি বলেও এই ঘটনাকে দেখা হচ্ছে। এমনকী ১২ হাজার ৪৬৮টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গোলমাল দেখা গিয়েছে। লোকসভা নির্বাচনের মাঝেই পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিন পর প্রকাশ্যে আসে মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে পাশের হার বেড়েছে।