বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mahua Moitra Challenges BJP: ‘আমি কালীর উপাসক…’, ‘কালী মন্তব্য’ বিতর্কে BJP-কে পালটা চ্যালেঞ্জ মহুয়ার

Mahua Moitra Challenges BJP: ‘আমি কালীর উপাসক…’, ‘কালী মন্তব্য’ বিতর্কে BJP-কে পালটা চ্যালেঞ্জ মহুয়ার

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (ফাইল ছবি) (PTI)

কালীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে তৃণমূল সাংসদের বিরুদ্ধে আজ পথে নামল বিজেপির মহিলা মোর্চা। বৌবাজার থানায় আজ অভিযোগ দায়ের করা হয় গেরুয়া শিবিরের তরফে। এই আবহে এবার বিজেপিকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মহুয়া মৈত্র।

গতকালই ‘কালী মন্তব্যে’র জেরে দলের নিন্দার মুখে পড়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এদিকে কালীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে তৃণমূল সাংসদের বিরুদ্ধে আজ পথে নামল বিজেপির মহিলা মোর্চা। বৌবাজার থানায় আজ অভিযোগ দায়ের করা হয় গেরুয়া শিবিরের তরফে। এই আবহে এবার বিজেপিকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ এদিন টুইট করে বিজেপির উদ্দেশে লেখেন, ‘আমি কালীর উপাসক। কোনও কিছুতে ভয় পাই না।’

এদিন টুইটে মহুয়া লেখেন, ‘আমি তোমাদের (বিজেপির) অজ্ঞতাকে ভয় পাই না, তোমাদের গুন্ডাদের ভয় পাই না, তোমাদের পুলিশকে ভয় পাই না, তোমাদের সমালোচনাকে তো নয়ই।’ অপর এক টুইটে মহুয়া লেখেন, ‘জয় মা কালী! যে দেবীকে বাঙালি পুজো করে, সেই দেবী নির্ভীক এবং শান্ত।’

ডকুমেন্ট্রি ফিল্মমেকার লীনা মানিমেকালাইয়ের ‘কালী’ সিনেমার ‘অবমাননাকর’ পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পোস্টারে মা কালীর বেশে এক মহিলাকে দেখা গিয়েছে। এই আবহে মঙ্গলবার এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ‘কালী’ সিনেমার পোস্টার বিতর্ক নিয়ে মহুয়াকে প্রশ্ন করা হয়। সেখানে তিনি দাবি করেন, নিজের দেবদেবীকে কীভাবে দেখবেন, সেটা ব্যক্তিগত বিষয়। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, ‘আপনি যদি ভুটানে যান, বা সিকিমে যান, তাঁরা সকালে পুজোর সময় দেবদেবীকে হুইস্কি দেন। এবার আপনি যদি উত্তরপ্রদেশে গিয়ে বলেন যে ভগবানকে প্রসাদ হিসেবে হুইস্কি দিচ্ছেন, তাহলে তাঁরা সেটাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত বলবেন।’ মহুয়ার এই মন্তব্যের পরই বিতর্ক দানা বাঁধে। দল জানিয়ে দেয় যে তারা মহুয়ার পাশে তারা নেই। আজকে দেখা যায় মহুয়া তৃণমূলকে টুইটারে ফলো করছে না। এই বিতর্কের মাঝেই এবার বিজেপিকে তোপ দাগলেন মহুয়া।

বন্ধ করুন