এ বছরের বড়দিনে অসংখ্য মানুষের হয়েছে পার্ক স্ট্রিটে। সামনেই বর্ষবরণ। ফলে ওই শহরের রাস্তায় আরও বেশি মানুষের নামবে বলে অনুমান পুলিশের। ভিড় মানেই অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে প্রতিবছরের মতো এবারও নববর্ষের উৎসবে নিরাপত্তার উপর জোর দিচ্ছে কলকাতা পুলিশ। তবে এবার বেশি ভিড় হওয়ার আশঙ্কায় শুধুমাত্র পার্কস্ট্রিটেই গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। এর জন্য শুধুমাত্র পার্কস্ট্রিট চত্বরে ৩ হাজার পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েক হাজার পুলিশ শহরের অন্যান্য রাস্তায় মোতায়েন থাকবে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, বড়দিনের মতোই বর্ষবরণের রাত এবং নতুন বছরের প্রথম দিনে ইন্সপেক্টরদের নেতৃত্বে নজরদারি চালাবে পুলিশ। বিভিন্ন শপিং মল ও গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন পুলিশকর্মীরা। সাদা পোশাকেও পুলিশ সেখানে ঘুরে বেড়াবে। থাকছে ওয়াচ টাওয়ার, কুইক রেসপন্স টিম, মহিলা পুলিশের উইনার্স টিম। মদ্যপান করে গাড়ি চালানোর কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই দুই উৎসবকে মাথায় রেখে গত কয়েকদিন পুলিশ প্রতিদিন বিশেষ অভিযান চালাচ্ছে। গত চার দিনে ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই ৪১৮ জন গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করেছে। বড়দিনে ১০৯ জনকে মদ্যপান করে গাড়ি চালানোর জন্য, ১০৮ জনকে হেলমেট না পরার জন্য এবং ১১৪ জনকে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য কেস দিয়েছে।
এর পাশাপাশি উৎসবের মরশুমে যানজট রুখতে ট্রাফিক পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে। ইকো পার্ক, নিকো পার্ক এবং সায়েন্স সিটি প্রভৃতি জায়গায় গাড়ির চাপ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এছাড়াও, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, পার্ক সার্কাস, এক্সাইড ক্রসিং এবং সায়েন্স সিটির চারপাশে যেহেতু উপচে পড়া মানুষের ভিড় থাকে সেই অনুযায়ী সমস্ত ট্রাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।