এবারের দিল্লি ভোটে কী হতে পারে তা নিয়ে একাধিকবার লিখেছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। একেবারে আসন ধরে ধরে হিসেবও দিয়েছিলেন। সবক্ষেত্রে তিনি এগিয়ে রেখেছিলেন আপকে। তবে দেবাংশু অবশ্য জানিয়ে দিয়েছিলেন এটা কোনও ওপিনিয়ন বা এক্সিট পোল নয়। এটা পুরো অঙ্ক।
তবে দেবাংশুর অঙ্ক কি মিলবে এবারের দিল্লি ভোটে? কিন্তু প্রাথমিকভাবে সিংহভাগ এক্সিট পোলের হিসাবে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে।
তবে দেবাংশু এবার লিখেছেন, 'এখনকার দিনে বেশিরভাগ এক্সিটপোলই বেডরুমের ভেতরে হয়।' তবে দেবাংশু এই মন্তব্য লিখতেই ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা।
এবার জেনে নিন আগে কী লিখেছিলেন দেবাংশু। রাজধানীর ভোটকে ঘিরে বিভিন্ন মহলে যথেষ্ট আগ্রহ রয়েছে। ফের কি আপের দখলে থাকবে দিল্লি? নাকি দিল্লিতে ক্ষমতায় আসবে বিজেপি? এবার এনিয়ে আগাম অঙ্ক কষেছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সেটা ভোটের আগে।
দেবাংশু লিখেছিলেন, দিল্লিতে গত ৬টি ভোট নিয়ে পর্যালোচনা করে, গ্রাউন্ড থেকে ফিডব্যাক নিয়ে আসন ধরে ধরে নম্বরগুলি দেখে ২০২৫ সালের দিল্লি বিধানসভা ভোট নিয়ে আমার সম্ভাব্য ফলাফল উল্লেখ করলাম।
সেখানে দেবাংশু লিখেছেন,
ভোট শেয়ার
আপ- ৫০ শতাংশ
এনডিএ- ৪১.০০ শতাংশ
ভারতের জাতীয় কংগ্রেস- ০৫.৫০ শতাংশ
অন্যান্যরা- ০৩.৫০ শতাংশ
আসন শেয়ার
আপ-৪৭-৫৭
এনডিএ- ১২-২২টি
ভারতের জাতীয় কংগ্রেস- ০০-০১টি
অন্যান্যরা ০০টি
আপের নিশ্চিত আসন ৩৯টি
আপ সামান্য কিছুটা এগিয়ে থাকতে পারে ০৮টিআসনে।
আপ লোয়ার রেঞ্জ-৪৭
বিজেপির নিশ্চিত আসন- ০৯টি
বিজেপি সামান্য কিছুটা এগিয়ে থাকতে পারে ০৩টি আসনে।
বিজেপির লোয়ার রেঞ্জ ১২টি।
জাতীয় কংগ্রেসের নিশ্চিত আসন একটিও নয়।
এগিয়ে থাকতে পারে এমন একটি আসনও নেই। এমনটাই দাবি দেবাংশুর।
এদিকে সামান্য এগিয়ে থাকবে, যে কেউ জিততে পারে এই দুই বিষয়ের উপর ভিত্তি করে সব মিলিয়ে ২১টা আসন নিয়ে কিছুটা দোলাচল রয়েছে। সেক্ষেত্রে এই ২১টি আসন যদি বিজেপির দিকে যায় তবে ৯এর সঙ্গে ২১ যোগ করলে দাঁড়াবে ৩০। আর এই ২১ যদি আপের দিকে যায় তবে ৩৯ এর সঙ্গে ২১ যোগ করলে হবে ৬০। আর ২১টির মধ্য়ে একটি কংগ্রেসকে দিয়ে বাকি ২০টি সমানভাগে ভাগ করা হলে বিজেপি পাবে ১৯টি, আর আপ পাবে ৪৯টি।
সেক্ষেত্রে সবথেকে যদি খারাপও হয় তবে
আপ পাবে ৩৯টি।
বিজেপি পাবে ০৯টি
কংগ্রেস একটিও পাবে না।
গড়পরতা ফলাফল
আপ পাবে ৪৯
বিজেপি ১৯টি
কংগ্রেস ০০
সর্বোত্তম ফলাফল
আপ -৬০
বিজেপি ৩০
কংগ্রেস-০১টি
দেবাংশু লিখেছিলেন যদি পুরোটা একসঙ্গে বলা যায় বিজেপি ৩০এর উপর উঠবে না, ৯এর নীচে নামবে না। আপ ৬০ এর উপর উঠবে না, ৩৯এর নীচে নামবে না।