করোনাকালে মানবিক সিদ্ধান্ত নিল মওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী করোনায় বাবা অথবা মা-কে হারিয়েছে তাদের সেমেস্টার ফি নেবে না বিশ্ববিদ্যালয়। বুধবার একথা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পার্থপ্রতীম লাহিড়ী।
তিনি জানিয়েছেন, কোনও ছাত্র যে অভিভাবকের ওপর নির্ভরশীল করোনায় তাঁর মৃত্যু হলে ছাত্রের সেমেস্টার ফি মকুব করবে বিশ্ববিদ্যালয়। কোনও ছাত্র বাবা বা মা যার ওপরেই নির্ভরশীল হোক না কেন, করোনায় সেই অভিভাবকের মৃত্যু হলে দিতে হবে না সেমেস্টারের টাকা।
এজন্য বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের অধ্যক্ষদের যোগাযোগ করতে হবে রেজিস্ট্রারের সঙ্গে। পড়ুয়ার সেমেস্টার ফি মকুবের জন্য আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি দিলে তবে সেমেস্টার ফিতে ছাড় পাবেন সেই পড়ুয়া।
করোনায় অভিভাবকদের হারিয়ে অনিশ্চিত অনেকের উচ্চশিক্ষা। এই অবস্থায় মাকাউটের সিদ্ধান্ত সময়োচিত ও মানবিক বলে মনে করছে ছাত্রছাত্রীরা।