বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল ত্যাগ অঞ্চল সভাপতির, পালটা বিক্ষোভ দলীয় কর্মীদের

দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল ত্যাগ অঞ্চল সভাপতির, পালটা বিক্ষোভ দলীয় কর্মীদের

তুলসিহাটার বোড়ল বাজারে চলছে তৃণমূলের বিক্ষোভ।

তৃণমূলের নেতা-কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই মনোজ রাম বিজেপির সঙ্গে আঁতাত করে চলছিলেন। এমনকী তিনি এলাকা থেকে চাকরি এবং ঘর দেওয়ার নাম করে টাকা তুলেছেন। চাঁচল বিধানসভার বিধায়ক নিহাররঞ্জন ঘোষ তার এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।

দল ছাড়তেই অঞ্চল সভাপতির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূলের নেতা-কর্মীদের। নিজেদের মধ্যে মিষ্টিমুখ করে দলত্যাগী অঞ্চল সভাপতির কুশপুত্তলিকা দাহ করলেন তাঁরা। সাথে তোলা হলো একাধিক বিস্ফোরক অভিযোগ। যদিও এই সমগ্র ঘটনা নিয়ে ফের এলাকার বিধায়কের দিকে আঙুল তুললেন দলত্যাগী অঞ্চল সভাপতি। এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।

দুই দিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল ছেড়েছেন মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় তৃণমূলের অঞ্চল সভাপতি মনোজ রাম। আর মঙ্গলবার মনোজ রামের বিরুদ্ধে তৃণমূল নেতা দিলরোজের নেতৃত্বে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে ওই অঞ্চলের তৃণমূলের শতাধিক নেতা-কর্মী। তুলসিহাটার বোড়ল বাজারে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। নিজেদের মধ্যে মিষ্টি-মুখ করেন নেতা-কর্মী সমর্থকরা। কুশপুত্তলিকা দাহ করা হয় মনোজ রামের।

তৃণমূলের নেতা-কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই মনোজ রাম বিজেপির সঙ্গে আঁতাত করে চলছিলেন। এমনকী তিনি এলাকা থেকে চাকরি এবং ঘর দেওয়ার নাম করে টাকা তুলেছেন। চাঁচল বিধানসভার বিধায়ক নিহাররঞ্জন ঘোষ তার এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তাই বিধায়কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তিনি দল ছেড়েছেন। আর এই নিয়েই ক্ষুব্ধ ওই এলাকার তৃণমূলের নেতা-কর্মীরা। এমনকি তাদের হুঁশিয়ারি, বিধায়কের নামে কটূক্তি করা হলে তারা ছেড়ে কথা বলবে না।

পালটা মুখ খুলেছেন মনোজ রাম। তিনি বলেন, বিধায়কের অঙ্গুলিহেলনে নেতা-কর্মীরা এরকম করছে। সাথে আরেকবার তিনি দলের অভ্যন্তরের দুর্নীতি এবং একনায়ক তন্ত্র নিয়ে তোপ দেগেছেন। ইংরেজবাজার পৌরসভার দুর্নীতির প্রসঙ্গ টেনেও তিনি খোঁচা দিয়েছেন বিধায়ককে।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হল পশ্চিম মেদিনীপুরে বসে

এদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। দলত্যাগী তৃণমূলের অঞ্চল সভাপতি সঠিক কথা বলছেন বলে দাবি জেলা বিজেপির। আর গোটা ঘটনাকে ঘিরে তুঙ্গে উঠেছে তৃণমূল -বিজেপির রাজনৈতিক তরজা।

বিক্ষোভকারী তৃণমূল নেতা দিলরোজ বলেন, আমাদের অঞ্চল সভাপতি নিজেই দুর্নীতি করেছেন। বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। এদিকে বিধায়কের নামে মিথ্যা দোষারোপ করছেন। সেই জন্য আমরা আজ বিক্ষোভ প্রদর্শন করছি। আর ওনার দল ছাড়া আনন্দে মিষ্টি মুখ করে কুশপুতুল দাহ করলাম।

তুলসিহাটা অঞ্চলের তৃণমূলের সদস্য মানিক দাস বলেন, আমাদের বিধায়কের নামে মিথ্যা দোষারোপ করলে আমরা মানবো না। আর ওনার দল ছাড়াতে আমাদের দলে কোনও রকম প্রভাব পড়বে না। উনি দল ছাড়তেই পারেন কিন্তু উনি আমাদের বিধায়ককে নিয়ে মিথ্যাচার করছেন।

দলত্যাগী মনোজ রাম বিধায়ককে খোঁচা দিয়ে বলেন, যেহেতু আমি সব সত্যি কথার সামনে এনে দল ছেড়েছি তাই আমার ওপর রাগ। বিধায়ক এই সব করাচ্ছে। তাতে আমার কিছু যায় আসে না। যেটা সত্যি আমি সেটাই বলেছি।

বিজেপির জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়া বলেন, মনোজ রাম সত্যি কথাই বলেছেন। চাঁচল বিধানসভায় একজন পরিযায়ী বিধায়ককে আনা হয়েছে। তিনি মানুষের জন্য কোন কাজ করেন না। আর টাকার বিনিময়ে পদবণ্টন তৃণমূলে নতুন কোনও ঘটনা নয়।

 

বাংলার মুখ খবর

Latest News

নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.