বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাষ্ট্রপতিকে কুকথায় অখিল গিরির বিরুদ্ধে মামলা থেকে মমতাকে নিষ্কৃতি দিল আদালত

রাষ্ট্রপতিকে কুকথায় অখিল গিরির বিরুদ্ধে মামলা থেকে মমতাকে নিষ্কৃতি দিল আদালত

ফাইল ছবি

সোমবার সেই মামলার শুনানিতে পালটা আবেদন করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। এই মামলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও যোগাযোগ নেই বলে দাবি করেন তিনি। এর পর আদালত জানায়, এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার মতো কোনও আইনি যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ করে কুকথা বলার অভিযোগে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

গত ১১ নভেম্বর নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। সেই মন্তব্যের প্রেক্ষিতে অখিল গিরির অপসারণের দাবিতে সরব হয় বিরোধীরা। কিন্তু তেমন কোনও পদক্ষেপ করেননি মুখ্যমন্ত্রী। অখিল গিরিকে মৌখিকভাবে সতর্ক করেই নিস্তার দেয় দল। এর পর গত ১৪ নভেম্বর অখিল গিরির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। সেই মামলায় পক্ষ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মামলাকারীর দাবি ছিল, যেহেতু অখিলবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য তাই তাঁর মন্তব্যের দায় বর্তায় মুখ্যমন্ত্রীর ওপরেও।

সোমবার সেই মামলার শুনানিতে পালটা আবেদন করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। এই মামলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও যোগাযোগ নেই বলে দাবি করেন তিনি। এর পর আদালত জানায়, এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার মতো কোনও আইনি যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তাঁকে নিষ্কৃতি দেওয়া হোক।

গত নভেম্বরে অখিল গিরির ওই মন্তব্যকে কেন্দ্র করে সারা দেশে সমালোচনার মুখে পড়তে হয় তৃণমূলকে। অখিলবাবু যখন ওই মন্তব্য করছিলেন তখন পাশেই বসেছিলেন রাজ্যের ২ মন্ত্রী শিউলি সাহা ও সৌমেন মহাপাত্র। তাঁরাও অখিলবাবুকে কোনও বাধা দেননি। ওই ঘটনার পর থেকে কারামন্ত্রী অখিল গিরিকে কার্যত নিভৃতে পাঠিয়ে দিয়েছে তৃণমূল।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.