বিধানসভা চত্বরে তৃণমূল ও বিজেপির ধরনা ও পালটা ধরনা ঘিরে উত্তেজনার মধ্যেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ধরনা শেষে বললেন, আমাকে অমিত শাহ, নরেন্দ্র মোদী দেখিয়ে লাভ নেই। এদিন বিজেপিকে ডাকাত – লুঠেরা বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘মিটিং ফ্লপ হয়েছে বলে জায়গা পায়নি, তাই এখানে অসভ্যতা করতে এসেছে কিছু কাপুরুষের দল। যারা ভদ্রতা জানে না, সৌজন্য জানে না। আমাদেরটা পার্মিশনে, ওদের টা ইললিগাল। আমাদের প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে দেখা করবেন। একটা মিটিং চলাকালে এই অসভ্যতা, জল্লাদগিরি, লুঠেরাগিরি, দাঙ্গাবাজি যারা করেছেন, আমি স্পিকারের কাছে অনুরোধ করব পুলিশের সঙ্গে কথা বলে আপনার যা ব্যবস্থা নেওয়ার নিন। আমি এর মধ্যে নাক গলাব না’।
এর পরই মমতা বলেন, ‘আমাকে অমিত শাহ দেখিয়ে, নরেন্দ্র মোদী দেখিয়ে লাভ নেই। সারা জীবন লুঠ করেছে। তৃণমূল কংগ্রেসের টাকা লুঠ ডাকাতি করে নিজেরাই দলটার বদনাম করেছে সেই গদ্দারদের আমাদের কেউ ভয় পায় না।যারা পাত্তা পায়নি ওখানে। যারা গো হারা হেরেছে। হেরো পার্টির দল। এখানে এসেছে লুঠেরার দল’।
বিজেপির পালটা প্রশ্ন, কার অনুমতিতে বিধানসভায় ঢুকে বিধানসভা ভাঙচুর করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তখন তো বিধানসভার সদস্যও ছিলেন না তিনি। বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন?