বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata-Abhishek: তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে ডাকলেন মমতা–অভিষেক, কালীঘাটে তলব কেন?‌

Mamata-Abhishek: তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে ডাকলেন মমতা–অভিষেক, কালীঘাটে তলব কেন?‌

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (ANI Photo) (ANI)

তৃণমূল কংগ্রেস আগেও গ্রেফতার হওয়া নেতাদের পাশে দাঁড়ায়নি। আগামী দিনেও দাঁড়াবে না বলে এই বৈঠক থেকে জানিয়ে দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির নেতা–কর্মীদেরই প্রার্থী করা হবে, সেটা জানিয়ে দেওয়া হবে জেলা সভাপতিদের। অন্যদিকে জেলার রিপোর্ট এবং মানুষের বক্তব্য শুনবেন তৃণমূলনেত্রী।

এবার পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক দলের শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের স্ট্র‌্যাটেজি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়ের কারণ নিয়েও আলোচনা হতে পারে। বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উঠে আসবে নানা কথা। এই বৈঠকে সাংসদ, জেলা সভাপতি–সহ দলের শীর্ষ নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কবে হবে এই বৈঠক?‌ সূত্রের খবর, আগামী ১৭ মার্চ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদেরই ডাকা হয়েছে কালীঘাটে। আগামী দিনে দলের কাজ কী হবে এবং সেই কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেসবের রূপরেখা তৈরি করা নিয়েও কথা হতে পারে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্টের বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। তার আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে সাফল্যের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে বার্তা এখান থেকে দেওয়া হবে। ইতিমধ্যেই একাধিক শীর্ষনেতা ফোন পেয়ে গিয়েছেন কালীঘাটের বৈঠকে উপস্থিত থাকার জন্য। দলের উঁচুতলার নেতাদের ডেকেই বিশেষ বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর কী জানা যাচ্ছে?‌ সাগরদিঘির মতো সংখ্যালঘু এলাকায় জেতা আসন হারিয়ে কিছুটা হলেও চাপে আছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো বলে খবর। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। আর তাই দলের নেতাদের ডেকে একবার সাংগঠনিক শক্তি ঝালাই করে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। পশ্চিমবঙ্গ–সহ অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই যেভাবে একাধিক কেন্দ্রীয় সংস্থা সক্রিয় হয়েছে সেটার মোকাবিলা করার পথ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন হঠাৎ এমন বৈঠক?‌ সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস আগেও গ্রেফতার হওয়া নেতাদের পাশে দাঁড়ায়নি। আগামী দিনেও দাঁড়াবে না বলে এই বৈঠক থেকে জানিয়ে দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির নেতা–কর্মীদেরই প্রার্থী করা হবে, সেটা জানিয়ে দেওয়া হবে জেলা সভাপতিদের। অন্যদিকে জেলার রিপোর্ট এবং মানুষের বক্তব্য শুনবেন তৃণমূলনেত্রী। ১৭ তারিখের এই বৈঠক নিয়ে এখন জোর কৌতূহল তৈরি হয়েছে। কারণ গত কয়েক মাসে রাজ্যের একাধিক দুর্নীতিতে দলের নেতা–মন্ত্রীদের নাম জড়িয়েছে। তাই এমন জরুরি দলীয় বৈঠক ডাকা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

বাংলার মুখ খবর

Latest News

কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.