বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata vs Suvendu: মঙ্গলে মুখোমুখি মমতা-শুভেন্দু? বিধানসভার বাজেট অধিবশনে দ্বৈরথে জড়াবেন দুই মহারথী?

Mamata vs Suvendu: মঙ্গলে মুখোমুখি মমতা-শুভেন্দু? বিধানসভার বাজেট অধিবশনে দ্বৈরথে জড়াবেন দুই মহারথী?

মমতা বন্দ্যোপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী। (File Photo)

গত সপ্তাহেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন। তারপর বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু, এরপরই চারদিনের জন্য বিধানসভা মুলতুবি করে দেওয়া হয়।

আগামী মঙ্গলবার কি উত্তপ্ত হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন? এই প্রশ্ন উঠছে - কারণ - ওই দিনই বিধানসভায় ভাষণ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উলটো দিকে, ওই একই দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বক্তৃতা দিতে দেখা যেতে পারে। ফলত, সেদিন বিধানসভার সদস্যগণ তথা রাজ্যবাসী এক দ্বৈরথের সাক্ষী থাকতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, গত সপ্তাহেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন। তারপর বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু, এরপরই চারদিনের জন্য বিধানসভা মুলতুবি করে দেওয়া হয়।

সেই সময়িক বিরতির সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে ফের বাজেট অধিবেশনের কার্যাবলী শুরু হবে। তথ্য বলছে, সোম ও মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর বিধানসভায় আলোচনা করা হবে। এবং তার পরের দুই দিন - আগামী বুধ ও বৃহস্পতিবার রাজ্য বাজেট নিয়েই বিশদে আলোচনা হবে।

এরই মধ্য়ে তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরকে জানানো হয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাষণ দেবেন। তার জন্য ৫০ মিনিট সময় চাওয়া হয়েছে। খুব সম্ভবত, তাঁর এই দীর্ঘ ভাষণে মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের সাফল্য়ের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের তীব্র আক্রমণ করবেন।

অন্যদিকে, রাজ্যপালের ভাষণের পর থেকে বিজেপি সুর চড়াতে শুরু করেছে। তাদের অভিযোগ, এবারের বাজেট অধিবেশনের সূচনা পর্বে রাজ্যপালের ভাষণ ছিল অন্তঃসারশূন্য। তাতে রাজ্যের বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়নি। ইতিমধ্যেই এ নিয়ে জলঘোলাও শুরু হয়েছে।

সংশ্লিষ্ট মহলের অনুমান, যদি মঙ্গলবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় ভাষণ দেন, তাহলে উপরোক্ত বিষয়টি তাঁর বক্তৃতায় থাকতে পারে। একইসঙ্গে, বিভিন্ন বিষয়ে 'রাজ্য সরকারের ব্যর্থতা'ও তুলে ধরতে পারেন শুভেন্দু। এই প্রেক্ষাপটে আগামী রাজ্য বিধানসভার অধিবেশন উত্তাল ও উত্তপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আর তেমনটা যদি ঘটে, তাহলে রাজ্য সরকারের পক্ষে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ব্যাট ধরবেন বলে মনে করা হচ্ছে। উলটো দিকে শুভেন্দু অধিকারীও তার জবাব দিতে সমস্ত প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

এই প্রেক্ষাপট মাথায় রেখে আগামী মঙ্গলবার দিনটি রাজ্য বিধানসভার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তাই, ওই দিন বিধানসভার অধিবেশন চলাকালীন সেদিকেই নজর থাকবে রাজনীতির কারবারিদের।

বাংলার মুখ খবর

Latest News

অক্সফোর্ডে মমতার ভাষণের মধ্যেই ‘অভয়া’ বলে চিৎকার, ছবি দিয়ে বলেন ‘নাটক করবেন না’ ‘মিথ্যা বলছি না’! অক্সফোর্ডে মমতার ভাষণের মাঝে ধেয়ে এল প্রশ্ন! কী ঘটল? SRH-এর সর্বনাশে RCB-র পৌষমাস, দাপুটে জয়ে ৭ থেকে একলাফে দুইয়ে LSG- পয়েন্ট তালিকা LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার ‘এখনও নিজেদের সেরা খেলা খেলিনি’! SRHকে হারিয়ে হুঙ্কার LSG অধিনায়কের… জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় রুদ্ধশ্বাস গুলিযুদ্ধ! নিহত ২ জঙ্গি, শহিদ ৩ পুলিশকর্মী LSGকে জিতিয়ে ম্যাচের সেরা হয়ে পিচের সমালোচনায় শার্দুল! বাতিল ঘোড়ার তোপ BCCIকে? উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান মানসীর প্রশ্নবাণ, ইন্ডিয়ান আইডলের কো প্রতিযোগীকে প্লেব্যাকের অফার দিলেন করণ? গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG

IPL 2025 News in Bangla

LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG কই ৩০০ রান তো হল না! গতবারের 'অত্যাচার' না ভুলে SRHকে চরম কটাক্ষ গোয়েঙ্কার LSGর ‘যত রানই করুক, আমরা চেজ করে নেব…’ কামিন্সকে সরাসরি চ্যালেঞ্জ পন্তের! টার্গেট ১৯১ রিজওয়ানের মতো সব সময় আউট চাইলে একবারও পাব না! পাক অধিনায়ককে খোঁচা ভারতীয় তারকার ‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের ‘অনেকে তো লাখ টাকারও বাজি ধরে’, KKR-এর গেমিং রুমে ‘বেটিংয়ের' হদিশ দিলেন রমনদীপ শাহরুখকে দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.