দিল্লিতে এবার আয়োজিত হবে বাংলা বইমেলা। এমনটাই পরিকল্পনা রাজ্য সরকারের। সেই পরিকল্পনার কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেক সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনের সময় দিল্লিতে বাংলা বইমেলা আয়োজনের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘দিল্লিতে একটি বাংলা বইমেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যেখানে সমস্ত বর্ণ, সমস্ত সম্প্রদায় এবং ধর্মের লোকেরা অংশ নেবেন।’ প্রসঙ্গত, এবছরের বইমেলার থিম হল স্পেন। সেই কারণে মুখ্যমন্ত্রী তিনি এবছর তিনবার স্পেন সফর করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, ‘যদি আমি যাই, ত্রিদিব চট্টোপাধ্যায় (গিল্ড সেক্রেটারি) এবং সুধাংশুশেখর দে (গিল্ডের সভাপতি) আমার সঙ্গে যেতে পারেন।’
প্রসঙ্গত, এবারের বইমেলায় মুখ্য অতিথি হিসেবে সম্মানিত করা হয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। এছাড়াও স্পেনের অতিথি ইনস্টিটিউট অফ সার্ভান্তাসের ডিরেক্টর মারিয়া হোসে গালভের সালভাদোর এবং স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিদাও ডমিনিকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সুপার্ব, মার্ভেলাস বইমেলা। এটা প্রকৃত অর্থেই আন্তর্জাতিক কলকাতা বইমেলা।’ এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বইমেলাকে কেন্দ্র করে সারা বিশ্ব বাংলায় মিলিত হয়েছে। তবে সমালোচনা একটু বেশি হচ্ছে। ভালো বই লেখা হলেও কিছু বলা হয় না, নেগেটিভিটি চিন্তাধারা হয়ে গিয়েছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup