‘বাংলা দিবস’ পালনের প্রস্তাব গ্রহণ করে রাষ্ট্রপতিকে অবমাননা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তিনি বলেন, ‘এই দিনের কোনও সরকারি স্বীকৃতি নেই। সরকারি টাকা খরচ করে এই দিন পালন করা যাবে না। পালন করতে হবে গরু, কয়লা পাচার, মদের বোলতের টাকা দিয়ে।’
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ‘বাংলা দিবস’ পালনের প্রস্তাব পাশ হওয়ার পর রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়করা। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘রাজ্যপাল আমাদের জানিয়েছেন, ইতিমধ্যে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তার পর কে কী বলল তার কোনও দাম নেই। এভাবে কেউ রাষ্ট্রপতিকে অপমান, অমর্যাদা অবমাননা করতে পারে না।’
শুভেন্দুবাবু আরও বলেন, ‘মমতা ব্যানার্জি পয়লা বৈশাখও এপাং ওপাং ঝপাং করতে পারেন। আমাদের কোনও আপত্তি নেই। বালি, গরু, কয়লা, ডিয়ার লটারি, চাকরি বিক্রির পয়সায় তিনি পয়লা বৈশাখ পালন করতেই পারেন। এর সঙ্গে কোনও সম্পর্ক সরকার বা আইনের নেই।’
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘বাংলা দিবস’ পালনের প্রস্তাব পাশ হয়। সঙ্গে ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্যগীত হিসাবে গ্রহণ করা হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র একটা দিনকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলে ঘোষণা করেছে বলে আমাদের এটা করতে হচ্ছে। তবে ১ বৈশাখকে ‘বাংলা দিবস’ পালনের নির্দিষ্ট কোনও কারণ ব্যাখ্যা করতে পারেননি তিনি।