বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মমতার চাপেই মেট্রোর লাইন ঢোকাতে হয়েছিল ঘিঞ্জি এলাকায়, যার ফলে এই বিপর্যয়: বিকাশ

মমতার চাপেই মেট্রোর লাইন ঢোকাতে হয়েছিল ঘিঞ্জি এলাকায়, যার ফলে এই বিপর্যয়: বিকাশ

বিকাশরঞ্জন ভট্টাচার্য মমতা। 

তিনি আরও বলেন, ‘কেএমআরসিএল কর্তৃপক্ষ তৎপর। তারা ইতিমধ্যে বাড়িগুলি খালি করে বাসিন্দাদের বিকল্প বসবাসের ব্যবস্থা করেছে। ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে তারা। যেখানেই ফাটল দেখা যাচ্ছে KMRCL-এর কর্মীরা এসে দ্রুত কাজ শুরু করছেন।’

বিজেপি নেতা দিলীপ ঘোষের পর বউবাজারে মেট্রোর সুড়ঙ্গ বিপর্যয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুক্রবার তিনি বলেন, ‘মমতার চাপে রুট বদলে মেট্রোর লাইন ঢোকানো হয়েছিল ঘিঞ্জি এলাকার নীচে। তাই এই বিপর্যয়।’

এদিন বিকাশবাবু বলেন, ‘মেট্রোর প্রথমে যে মাস্টার প্ল্যান ছিল সেই অনুসারে কাজ হলে সমস্যা হত না। কারণ পুরনো মাস্টার প্ল্যান অনুসারে লাইন যাওয়ার কথা ছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটের নীচ দিয়ে। বুদ্ধদেববাবুর জমানায় সেই মতো কাজও শুরু হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসেন। ইস্ট ওয়েস্ট মেট্রোর লাইন বউবাজার দিয়ে না নিয়ে গেলে রেল অনুমতি দেবে না বলে জানান। ফলে বাধ্য হয়ে লাইন ঘিঞ্জি এলাকার নীচে ঢোকাতে হয়। যার পরিণতি হল এই বিপর্যয়।’

‘‌জোড়াতাপ্পি দিয়ে কাজ করছে মেট্রো’‌, বউবাজারের ফাটল নিয়ে ক্ষোভ ফিরহাদের

তিনি আরও বলেন, ‘কেএমআরসিএল কর্তৃপক্ষ তৎপর। তারা ইতিমধ্যে বাড়িগুলি খালি করে বাসিন্দাদের বিকল্প বসবাসের ব্যবস্থা করেছে। ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে তারা। যেখানেই ফাটল দেখা যাচ্ছে KMRCL-এর কর্মীরা এসে দ্রুত কাজ শুরু করছেন।’

তবে এই ঘটনায় কলকাতা পুরসভার খুব বেশি ভূমিকা দেখছেন না বিকাশবাবু। তিনি বলেন, পুরনো শহরে এরকম হয়ে থাকে। এর জন্য পুরসভাকে দায়ী করা ঠিক হবে না।

 

বন্ধ করুন