২০২৪ সালে ক্ষমতায় ফিরবে না BJP, তবে কী ভাবে তা সম্ভব হবে তা বলতে পারব না: মমতা
1 মিনিটে পড়ুন . Updated: 27 Jul 2022, 02:59 PM IST- মমতা বলেন, ২০২৪এ বিজেপি আসবে না, আসবে না, আসবে না। কী অংক, কোথা থেকে অংক, এত সিট কোথায় যাবে? বলতে পারব না
২০২৪-এ ক্ষমতায় ফিরবে না বিজেপি। তবে কী ভাবে তা সম্ভব হবে তা জানা নেই তাঁর। এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার টিটাগড় ওয়াগনসের রজতজয়ন্তী উজ্জাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি খারাপ করে নিজেরা টাকা লুটে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের পক্ষে ভালো নয়। আর কথা বলতে গেলেই সব সাসপেন্ড। তিন চারটে এজেন্সিকে দিয়ে গরমেন্টকে জব্দ কর, স্তব্ধ করো। মহারাষ্ট্র ভেঙেছি, ছত্তিসগড় ভাঙবো, ঝাড়খণ্ড ভাঙবো। বাংলা আমাদের হারিয়ে দিয়েছে। বঙ্গাল কো ভি ভাঙব। আমি বললাম অত সস্তা নয়। বাংলা ভাঙতে গেলে রল্যাল বেঙ্গল টাইগারকে আগে লড়ো’।
বিজেপি ক্ষমতায় ফিরবে না বলে আশ্বাস দিয়ে মমতা বলেন, ‘শিল্পপতিরা ভয় পাবেন না। আপনাদেরও অনেকের বাড়িতে হানা দিয়েছে আমি জানি। ইনকাম ট্যাস্ক, ইডি, সিবিআই রেড হয়েছে। আর যারা আজকে ভাবছেন তারা সবজানতা, যা ইচ্ছা তাই করে যাবেন একতরফা। আমি এখনো চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। ২০২৪এ বিজেপি আসবে না, আসবে না, আসবে না। কী অংক, কোথা থেকে অংক, এত সিট কোথায় যাবে? বলতে পারব না’।