একশো দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা—আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ বারবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা আদায়ের জন্য তিনি রাস্তাতে ধরনায় বসেছিলেন। কেন্দ্রীয় সরকারকে দফায় দফায় চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন। বাংলার মানুষের প্রাপ্য টাকা দিয়ে দিতে মন্ত্রীকে দিয়ে তদ্বির করিয়েছেন। কিন্তু এবার ফেসবুক পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় অলআউট লড়াই করার বার্তা দিয়েছেন। বাংলার মানুষের দাবি আদায় করার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে বলে মাঝরাতে ফেসবুকে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূলত চাকরিহারাদের নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছিলেন। আর কংগ্রেস নিয়ে রাজনৈতিক বার্তা দিয়েছিলেন। একইসঙ্গে ডিএ নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রের বঞ্চনা নিয়ে অলআউট লড়াই করার ডাক দেননি। তবে ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ, আমি নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছি। সেখানে কয়েকটি বিষয়ের উল্লেখ করেছি। সেই বিষয়গুলিতে আমার দ্রুত মনোযোগ দেওয়া প্রয়োজন ছিল।’
ঠিক কী লিখেছেন মুখ্যমন্ত্রী? এবার মাঝরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্ট করেন। সেখানেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই জারি রাখার কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বাংলার মানুষ আমার সম্পদ। আমি সবসময় তাঁদের ভাল থাকাকে অগ্রাধিকার দিয়েছি। তাঁদের প্রয়োজনে কাজ করেছি। ভবিষ্যতেও কঠোর পরিশ্রম করতে চাই। মানুষ যাতে তার জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখব। আর কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় আমাদের রাজ্যের মানুষ সীমাহীন কষ্টে ভুগছেন। কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি নিরপরাধ মানুষজনকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। সবাইকে আশ্বস্ত করছি, জয়ী না হওয়া পর্যন্ত এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। জয় বাংলা।’
কেন মাঝরাতে এমন পোস্ট? সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতেন। কিন্তু সেখানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি আলোকপাত করেন। তাই বাকি কথা বলা হয়নি। আর নবান্ন থেকে এমন বক্তব্য শোভাও পায় না। তাই মাঝরাতেও বাংলার মানুষের কথা ভাবিয়ে তোলে তাঁকে। যিনি বাংলার মানুষের জন্য একাধিক সামাজিক প্রকল্প এনেছেন তাঁর কাছে মানুষজন কষ্টে থাকার খবর বেদনাদায়ক। সেই বেদনা থেকেই এই ফেসবুক পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।