বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee congratulates Droupadi Murmu: ‘সংবিধান রক্ষায় আপনার দিকে তাকিয়ে’ মোদীর আগে দ্রৌপদীকে শুভেচ্ছা মমতার

Mamata Banerjee congratulates Droupadi Murmu: ‘সংবিধান রক্ষায় আপনার দিকে তাকিয়ে’ মোদীর আগে দ্রৌপদীকে শুভেচ্ছা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্রৌপদী মুর্মু। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস এবং রয়টার্স)

Mamata Banerjee congratulates Droupadi Murmu: দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাচ্ছি। সংবিধানের আদর্শ রক্ষার জন্য এবং গণতন্ত্রের অভিভাবক হিসেবে আপনার আন্তরিকভাবে তাকিয়ে থাকবে দেশ।

নরেন্দ্র মোদীর আগেই দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছাবার্তার মধ্যেই অবশ্য নব-নির্বাচিত রাষ্ট্রপতির থেকে তাঁর অনেকটা প্রত্যাশা আছে, তা বুঝিয়ে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার রাতে টুইটবার্তায় মমতা বলেন, 'নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাচ্ছি। সংবিধানের আদর্শ রক্ষার জন্য এবং গণতন্ত্রের অভিভাবক হিসেবে আপনার আন্তরিকভাবে তাকিয়ে থাকবে দেশ। বিশেষত যে সময় দেশ অনৈক্যে জর্জরিত আছে।’ যে মমতা রাষ্ট্রপতি নির্বাচনের আগে দাবি করেছিলেন, এনডিএ যে আদিবাসী মহিলা দ্রৌপদীকে প্রার্থী করছে, তা আগে জানলে যশবন্ত সিনহাকে প্রার্থী হিসেবে নাও দাঁড় করাতে পারতেন।

আরও পড়ুন: PM Modi congratulates Droupadi Murmu: ‘ইতিহাস রচনা, দেশের কাছে আশার আলো’, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা মোদীর

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে যে সংখ্যা ছিল, তাতে নির্বাচনের আগেই কার্যত ‘ওয়াকওভার’ পেয়ে গিয়েছিলেন দ্রৌপদী। সেইসঙ্গে ‘ক্রস ভোটিংয়ের’ অ্যাডভ্যান্টেজও ছিল। সবমিলিয়ে ভোটগণনার তৃতীয় রাউন্ডেই মোট বৈধ ভোটের ৫০ শতাংশ পেরিয়ে যান ওড়িশার ময়ূরভঞ্জ জেলার দ্রৌপদী। যিনি প্রথম আদিবাসী হিসেবে কমপক্ষে পাঁচ বছর রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন।

আরও পড়ুন: India's 15th President Droupadi Murmu: ইতিহাস রচনা দ্রৌপদী মুর্মুর, বিজেপির হাত ধরে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল ভারত

সেই জয়ের পর দ্রৌপদীকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তিনি বলেন, ‘ইতিহাস তৈরি করল ভারত। যখন দেশের ১.৩ বিলিয়ন মানুষ যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছেন, তখন পূর্ব ভারতের প্রত্যন্ত এলাকায় আদিবাসী পরিবারের এক মেয়ে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এই নজিরের জন্য দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন।’

বন্ধ করুন