বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: কেন্দ্র কথা বলে বেশি, উদ্ধার তো করেছি আমরা: মমতা

Mamata Banerjee: কেন্দ্র কথা বলে বেশি, উদ্ধার তো করেছি আমরা: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।  (PTI)

এদিন মমতা বলেন, ‘খুব দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ঘটনা ঘটার পর থেকেই নজর রাখছি। সেদিন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মানস ভুঁইয়া, দোলা সেন ও মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিক জয়ন্ত সাহাকে পাঠিয়েছিলাম।

কেন্দ্র নয়, বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বেশি ভূমিকা ছিল রাজ্য সরকারের। এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার কালীঘাটের বাসভবনে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, সেন্ট্রাল কথা বলে বেশি, করে কম।

এদিন মমতা বলেন, ‘খুব দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ঘটনা ঘটার পর থেকেই নজর রাখছি। সেদিন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মানস ভুঁইয়া, দোলা সেন ও মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিক জয়ন্ত সাহাকে পাঠিয়েছিলাম। তারা ওখানে ৩ – ৪ ঘণ্টা ছিল। সাথে সাথে আমরা মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক ও প্রচুর অফিসারদের টিম দিয়ে প্রায় ১৫০টা অ্যাম্বুল্যান্স, ৫০ জনের মতো চিকিৎসক ও নার্স, বাস পাঠিয়েছি। বিপর্যয় মোকাবিলা দল পাঠিয়েছি। আমরা রাত থেকেই উদ্ধারকাজে সাহায্য করি। সেন্ট্রাল কথা বলে বেশি, করে কম। কাজটা রাজ্য সরকারই করে। আমরা উড়িষ্যা সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজটা করেছি’।

তাঁর জমানায় রেল দুর্ঘটনায় মৃত্যুর যে সংখ্যা প্রকাশিত হয়েছে তাকে ভুয়ো বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উইকিপিডিয়া বলছে আমার সময় রেল দুর্ঘটনায় ৩০০-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছিল। এরা কোথা থেকে বানিয়ে বানিয়ে সংখ্যা বলছে। কেন্দ্রীয় সরকার ইতিহাস বদলে ফেলতে পারে। যে কোনও সংখ্যা বদলে ফেলতে পারে।’

 

বন্ধ করুন