বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > টাকা দেব আমরা, আর আপনি খবরদারি করবেন, উপাচার্য নিয়োগ নিয়ে বোসকে আক্রমণ মমতার

টাকা দেব আমরা, আর আপনি খবরদারি করবেন, উপাচার্য নিয়োগ নিয়ে বোসকে আক্রমণ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। 

এবার রাজ্যপালকে খোলা হুমকি দিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করলেন রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করছেন রাজ্যপাল। 

কলকাতার ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় হস্তক্ষেপ করায় এদিন রাজ্যপালকে লাগাতার আক্রমণ করেন তিনি। এমনকী মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, আমরা টাকা দেব আর খবরদারি করবেন আপনি?

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখন আমাদের এখানে বসে আছেন একজন মা’আ’ননীয় রাজ্যপাল। তিনি বলছেন, আমি স্কুল দেখব, আমি কলেজ দেখব, আমি ইউনিভার্সিটি দেখব। আমি বলি, আইন মেনে চলুন। আমার কোনও আপত্তি নেই’।

মমতা মনে করান, ‘কন্সটিউশনাল প্রভিশন আছে, গভর্নমেন্টের সার্চ কমিটি যে ৩ জনের নাম পাঠাবে আপনি তাদের মধ্যে একজনকে চুজ় করবেন। অ্যাসেম্বলিতে ওটা পাশ করে আমরা ৫ জন করেছি। UGC-র নিয়ম অনুযায়ী করা হয়েছে’।

এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু বলতে পারেন কেন আজ ২টো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওনার বাড়িতে সব ইউনিভার্সিটির ফোন নম্বরগুলো লাগানো হয়েছে। রাজভবন থেকে ফোন আসে, রাজ্যপাল দেখা করতে বলেছে। নম্বরটা কোথা থেকে? কোনও একটা বিশ্ববিদ্যালয়ের নম্বর। এই সব জিনিসগুলো আমার হৃদয়বিদারণ করে। আমি ওনাকে অনেকবার বলেছি, এটা করবেন না। দেশ যখন পরাধীন ছিল, তখন মাত্র ২টো ৩টে ইউনিভার্সিটি ছিল। তখন চেয়ারটাকে সম্মান দেওয়ার জন্য ভাইসরয়কে বিশ্ববিদ্যালয়ের আচার্য করা হয়েছিল। আজকে তো আরও ৪২ – ৪৩টা ইউনিভার্সিটি তৈরি হয়েছে। টাকা দেব আমরা, পলিসি করব আমরা, আর আপনি খবরদারি করবেন...’।

বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য - রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছেছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের এক্তিয়ার আচার্য তথা রাজ্যপালের। এর পর ১৬টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন সিভি আনন্দ বোস।

 

বন্ধ করুন