বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদেরই বেতন বন্ধের হুমকি দিলেন মুখ্যমন্ত্রী

শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদেরই বেতন বন্ধের হুমকি দিলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়। 

আপনি যদি কলেজ, বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করেন, আর কোনও কলেজ বিশ্ববিদ্যালয় যদি আপনার কথা শুনে চলে আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট, বললেন মমতা

রাজ্যপালের কথা মতো চললে সেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বন্ধ করে দেবেন তিনি। মঙ্গলবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান থেকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

রাজ্যপালের বিরুদ্ধে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘মধ্যরাতে হঠাৎ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদলে গেল। ১৬ জনকে টপকে। হঠাৎ শুনলাম কেরলের একজন IPS অফিসার, যার শিক্ষায় কোনও অভিজ্ঞতাই নেই, তাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চাঞ্চেলর করে দিয়েছে। ১০ বছর প্রফেসারি করলে তবে সে প্রিন্সিপাল বা ভাইস চান্সেলর হতে পারে। রবীন্দ্রভারতীতে করে দিয়েছে একটা এক্স জাজ। ওকে আমি চিনি, কারণ ও আমার সাথে পড়েছে এমএ। সে তো প্রফেসারি করেনি। সে লিগাল কাজ করেছে। পুরো সিস্টেমটাকে কোলাপ্স করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্ত আমরা মানব না’।

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘যদি রাজ্যপাল মনে করেন তিনি সব করবেন, তাহলে নির্বাচিত সরকারের কোনও দরকার নেই। আমি ওনাকে বারবার বলেছি, আমরা ইলেক্টেড। আর আপনি জাস্ট দেখানোর জন্য একটা নমিনেটেড পোস্ট। কিন্তু আপনি যদি মনে করেন চিফ মিনিস্টারের থেকেও বড় তাহলে মনে রাখবেন, সমস্ত পলিসি ঠিক করে স্টেট গভর্নমেন্ট’।

এর পরই সরাসরি শিক্ষকদের বেতন বন্ধের হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘আপনি যদি কলেজ, বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করেন, আর কোনও কলেজ বিশ্ববিদ্যালয় যদি আপনার কথা শুনে চলে আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট। নো কম্প্রোমাইজ। দেখি আপনি কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাইনে দেন। মধ্যরাতে বিজেপির একটা প্রেসিডেন্ট না কে তাকে করে দিল ভাইস চান্সেলর। হোয়াট ইজ দিস’?

 

বন্ধ করুন