বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: ওরা আলিমুদ্দিন স্ট্রিট থেকে চাকরি ম্যানিপুলেট করে: মমতা

Mamata Banerjee: ওরা আলিমুদ্দিন স্ট্রিট থেকে চাকরি ম্যানিপুলেট করে: মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ANI)

এখনো PSC থেকে শুরু করে সব জায়গায় শুধু কো-অর্ডিনেশন কমিটির লোকেরা বসে আছে। আমাদের ছেলেপেলেদের চাকরি হচ্ছে না। যত চাকরি ওরা আলিমুদ্দিন স্ট্রিট থেকে ম্যানিপুলেট করে। আজও সেই ট্র্যাডিশন চলছে কারণ আমি কাউকে চাকরি থেকে বরখাস্ত করিনি।

রাজ্য সরকারি চাকরি ‘ম্যানিপুলেট’ হয় আলিমুদ্দিন থেকে। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে ডিএ আন্দলোনকারীদের আক্রমণ করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিডিও থেকে জয়েন্ট সেক্রেটারি, ঠিক হয় আলিমুদ্দিনেই।

এদিন মমতা বলেন, ‘আমি সরকারি কর্মচারীদের সম্মান করি। সিপিএম হঠাৎ করে গ্যাস বেলুনে, ক্যাশ বেলুনে ভাবছে ব্যাঙের মা হয়ে গেছে। অহঙ্কার, ঔদ্ধত্য আজও লজ্জা নেই। ২০০০ সালের কাগজ খুঁজুন, ১৯৮০ সালের কাগজ খুঁজুন পাবেন না একটাও। এখনো PSC থেকে শুরু করে সব জায়গায় শুধু কো-অর্ডিনেশন কমিটির লোকেরা বসে আছে। আমাদের ছেলেপেলেদের চাকরি হচ্ছে না। যত চাকরি ওরা আলিমুদ্দিন স্ট্রিট থেকে ম্যানিপুলেট করে। আজও সেই ট্র্যাডিশন চলছে কারণ আমি কাউকে চাকরি থেকে বরখাস্ত করিনি’।

এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে সরকারি কর্মচারীদের পদোন্নতি ও বদলি এখনো নিয়ন্ত্রণ করে কো-অর্ডিনেশন কমিটি। এমনকী বিডিও – জয়েন্ট সেক্রেটারি ঠিক হয় আলিমুদ্দিনেই। এমনকী তাঁর বাড়ির সামনে দিয়ে ডিএ আন্দোলনকারীদের মিছিলেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন ওই মিছিলের জন্য ঘণ্টার পর ঘণ্টা হরিশ মুখার্জি রোড অবরুদ্ধ হয়ে ছিল। যার জেরে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হয়েছেন বলে দাবি করেন।

তিনি বলেন, আমরা রাস্তার একদিন ফাঁকা রেখে অল্প সময়ের মধ্যে মিছিল সেরে ফেলি। আর সেদিনের মিছিলে অংশগ্রহণকারীরা ফাঁকা ফাঁকা হাঁটছিলেন। যার ফলে দীর্ঘক্ষণ অবরূদ্ধ হয়ে ছিল পথ।

 

 

বন্ধ করুন