এক ভোট এক দেশ নিয়ে মিটিং ছিল দিল্লিতে। সেই মিটিংয়ে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল খোদ বাংলার মুখ্য়মন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই দিল্লি সফর বাতিল করে দেন। রাজ্য বাজেট আগামী ৮ ফেব্রুয়ারি। সেই কারণ দেখিয়ে তিনি এই দিল্লি সফর বাতিল করে দেন। অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, রাজ্য বাজেট পেশের আগে হাতে আর মাত্র ২ দিন। ৮ তারিখ রাজ্য বাজেট। এখন যাওয়া সম্ভব নয়। আমার হয়ে সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ও কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় যাবেন। বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, এমার্জেন্সি সিচুয়েশনের জন্য দিল্লি যাওয়াটা বাতিল করেছি। এক ভোট, এক দেশ কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে কয়েকবার ফোন করেছিলাম। প্রথমে কথা হয়নি। তবে এখানে আসার আগে কথা হয়েছে। বুঝিয়ে বলেছি। সুদীপ- কল্যাণ যাবে
এদিকে সোমবার বিকালেই দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এক দেশ এক ভোট সংক্রান্ত একটি কমিটি রয়েছে। সেই কমিটির মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে। এক দেশ এক ভোট এই ধারনার উপর কোন রাজ্যের কী মতামত সেটা জানার জন্য এই মিটিংয়ের ডাক দেওয়া হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় যাবেন বলে কথা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন।
এদিকে আগাম কেন দিল্লি যাচ্ছেন তা নিয়ে কটাক্ষ করছিল বিজেপি। কিন্তু এবার দিল্লি সফর বাতিলের জেরে বিরোধীরা কী বলেন সেটাই দেখার।
সামনেই লোকসভা ভোট। তার আগে মমতার দিল্লি সফরকে ঘিরে নানা জল্পনা ছড়়িয়েছিল। কিন্তু আপাতত দিল্লি যাচ্ছেন না তিনি। তবে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বার বার তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন। তার মধ্যেই ছিল দিল্লি সফর। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায় না গেলেও সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ও কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় অবশ্য যাবেন এই মিটিংয়ে। এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে।
এদিকে সম্প্রতি রেড রোডের ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিয়েছিলেন, ‘রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। ২১ লক্ষ একশো দিনের কাজের সঙ্গে যুক্ত মানুষজনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার। যা দু’বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। তাও ২১ ফেব্রুয়ারির মধ্যে।’
এনিয়েও নানা কথা বলেছিল বিরোধীরা। তাঁর দিল্লি সফর নিয়েও ছিল জল্পনা। তবে সব জল্পনায় জল ঢেলে দিল্লি সফরই বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।