২০২৪-এর আগেই দিল্লির মোদী সরকার পড়ে যেতে পারে। এই মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা ওনার পুরনো অভ্যাস। একটা ঘোট পাকিয়ে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা।’
এদিন দিলীপবাবু বলেন, 'উনি আগে খোঁজ নিন ওনার পার্টিটা আছে কিনা। ওনার সরকারের কী অবস্থা। বিধায়করা মন্ত্রীরা সব মুখ খুলছে। এটা ওনার পুরনো অভ্যাস। একটা ঘোঁট পাকিয়ে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। নেতা মন্ত্রীরা জেলে। নেতাদের ডাকাডাকি চলছে। চাকরি দিতে পারছে না। দুর্নীতিতে ডুবে আছে। এর থেকে নজর ঘোরাতে চারিদিকে বোমা বিস্ফোরণ করা হচ্ছে। এটা আসলে চক্রান্ত। পুলিস জানে, পার্টির লোকেরা যুক্ত। বোমার আওয়াজ করে ভয় দেখিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মিডিয়ার মুখ ওদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে’।
মঙ্গলবার নবান্নে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আর তো ছ'মাসের ব্যাপার। এর মধ্যে যদি মিরাকল কিছু ঘটে যায়, তাহলে আগে চলে যেতে পারে (মোদী সরকার)। কে বলতে পারে আমি আজ আছি কাল নাও থাকতে পারি।'
মমতার এই মন্তব্যে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা তৈরি হয়। ৩০০-র বেশি আসন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে মোদী সরকার। কী ভাবে ৬ মাসের মধ্যে তার পতন হতে পারে তার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক নেতাদের মধ্যে। তবে তাতে যে তিনি বিব্রত নন বলে এদিন স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ।