বিজেপি বিধায়কদের জেলে ভরার হুমকি দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আর কত নীচে নামবেন উনি?’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে চেয়ে হেয়ার স্ট্রিট থানার ওসিকে শুভেন্দু অধিকারীর ই-মেইল করাকেও সমর্থন করেছেন দিলীপবাবু।
এদিন দিলীপবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে আইন – আদালতের বিরুদ্ধে হুমকি দিলে তো অভিযোগ হবেই। কারা গ্রেফতার হয়েছে, কেন গ্রেফতার হয়েছে তাতে বিজেপির কী হাত আছে? তাদের প্রত্যেকটি নেতা মন্ত্রী - দুর্নীতিতে ডুবে গেছে। তার পরও উনি বলবেন আমাদের স্বৈরাচারী শাসন দেখানো হচ্ছে, আমাদের প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। মানুষ তো অন্ধ নয়, দেখছে। আদালতের দ্বারা সব পরিচালিত হচ্ছে। তিনি ধমক দিচ্ছেন বিজেপিকে। একজন শাসক হিসাবে আর কত নীচে নামবেন উনি? মমতা ব্যানার্জির আওয়াজ দেওয়া ছাড়া আর কিছু করার নেই। মমতা ব্যানার্জি এসব বলে চালানোর চেষ্টা করছেন। কিন্তু এটা একটা শাসকের মুখে শোভা পায় না। নিশ্চই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত’।
বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা আমাদের ৪ জনকে জেলে ভরলে আমরা ওদের ৮ জনকে জেলে ভরব।’