বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অক্সফোর্ডে প্রতিবাদের মুখে মমতা, রাজনৈতিক ভাবে লাভ হল ‘দিদি’র

অক্সফোর্ডে প্রতিবাদের মুখে মমতা, রাজনৈতিক ভাবে লাভ হল ‘দিদি’র

অক্সফোর্ডে প্রতিবাদের মুখে মমতা, রাজনৈতিক ভাবে লাভ হল ‘দিদি’র

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান ওঠা রাজনৈতিক ভাবে তাঁর উপর কোনও প্রভাব ফেলল কি? এক কথায় উত্তর হল— হ্যাঁ।

দেবক বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক

কত সাল? এখন আর ঠিক মনে নেই। প্রাক হোয়াটসঅ্যাপ যুগ। তখনও চুপকথা মানে এসএমএস। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দিল্লিতে। পরের দিন রাজধানী শহরেই ওঁর একটা সভা হওয়ার কথা। ওঁর তখন বিএসএনএল নম্বর। পুরনো যুগের সাধারণ ফোন। রাতের বেলা সেই ফোনে একটা মেসেজ ঢুকল। মেসেজে লেখা, ‘কাল তোমার সভায় ঝামেলা হতে পারে। দেখে নিও।’ তার অনেক আগে থেকেই রাজনৈতিক মহলে, সাংবাদিকের মধ্যে এবং সবচেয়ে বড় কথা সাধারণ মানুষের কাছেও মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদি’ নামে পরিচিত হয়ে গিয়েছেন। এহেন ‘দিদি’ উত্তরে লিখলেন, ‘ওক্কে’। ইংরেজিতে ওকেকে। ব্যস, ওইটুকুই। কে ঝামেলা করবে, কেন করবে, কীভাবে করবে— কিছু জানতে চাননি সেদিন। এর পরেই পরিচিত মেজাজে ফোন কানে তুলে... ‘মুকুল, অমুক আমাকে মেসেজ করেছে। দেখে নিও।’ গল্প শেষ!

পরের দিন সকালে মুকুল রায় সেই অমুককে ফোন করলেন। জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে রে?’ অমুক যা বলার বলল। মুকুল রায় ফোন রেখেই তৎপর হলেন। সেই দিনের সভায়, যে ঝামেলা খুব বড় আকার নিতে পারত, সেই ঝামেলা খুচরো ঝামেলায় পর্যবসিত হল। সব খবরের চ্যানেলে লাইভ চলাকালীন দিদি বললেন, ‘আমার কাছে আগেই খবর ছিল।’ গল্প আরও শেষ!

এর পরে যমুনা থেকে শুরু করে গঙ্গা, গঙ্গা থেকে শুরু করে দিদির বাড়ির পাশের আদিগঙ্গা দিয়ে কত কত জল ও দূষণ বয়ে গেল। তার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর বদলাতে বদলাতে একটা সময় এল যেদিন দিদি অক্সফোর্ডে গেলেন। কেলগ কলেজে তাঁর বক্তৃতা চলাকালীন যা হল, তাকে ভাবগম্ভীর বাঙালিরা ‘হিউমিলিয়েশন’ বলেন! আর রকের ভাষায় বলা হয়— ‘বাওয়াল’।

কয়েক জন নব্যযুবা ও বিগতযুবা মিলে যা করলেন, সেটা কোনও প্রতিবাদের ভাষা ও আচরণ হতে পারে কি না, তা নিয়ে বহু দিন চর্চা চলবে। তবে একথা মেনে নেওয়া যায়, যা হল, তা মমতাকে অপমান করার জন্যই হল। সেই কারণেই, সিঙ্গুর থেকে অভয়া হয়ে হিন্দুস্বার্থ— এইসব কথা তোলা হল। কিন্তু প্রশ্ন থেকেই গেল, এতে দিদি অপমানিত হলেন কি? তাঁর রাজনৈতিক ক্ষতি হল কি?

ধরা যাক সিঙ্গুর। টাটা কি মমতার জন্য সিঙ্গুর ছেড়েছিলেন নাকি বুদ্ধবাবুর জনবিচ্ছিন্ন শিল্পনীতির জন্য? এই বিতর্ক এখনও সজীব। বহুফসলি জমি কেন তাঁর ‘রতনের’ হাতে তুলে দিয়েছিলেন বুদ্ধবাবু? এই প্রশ্ন এখনও সিপিএমের অনেক নেতা-কর্মীর মনেই আছে। তাছাড়া মধ্যবিত্তের (নিম্ন?) একলাখি গাড়ি শেষ পর্যন্ত ধনীদের টয়কারে পরিণত হয়েছে। টাটার ন্যানো প্রোজেক্ট কি সফল? এই ধরনের অনেক প্রশ্ন থাকতে পারে। সেই সব প্রশ্নে যাচ্ছি না। যেমন যাচ্ছি না যেদিন রতন টাটা শেষ বারের মতো মহাকরণে এলেন, সেদিন কেন বিরোধী দলনেত্রীকে ডাকা হল না। এমনকী, নিরপেক্ষ একজন, যিনি চাইছিলেন, সব দিক বজায় রেখে বিষয়টা ভালোয় ভালোয় মিটুক, তিনি গৌতম দেবকে ফোন করে বলেছিলেন, ‘এটাই শেষ সুযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকুন।’ কেন শেষ চেষ্টা করা হল না? সেই আলোচনাও থাক। বরং আসা যাক নতুন প্রশ্নে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথা থেকে এবারেও আমরা জানতে পারি যে, উনি আগে থেকেই সব জানতেন।

জানতেন? এবারেও জানতেন তিনি? তাহলে যখন ইনফরমেশন ছিল, তখন তাঁরা এটা থামানোর চেষ্টা করেছিলেন কি? ব্রিটিশ পুলিশকে জানানোর চেষ্টা? ধরে নিলাম জানিয়ে ছিলেন। তাহলে ব্রিটিশ পুলিশের ব্যর্থতা কি এটা? একজন অগ্রজ সাংবাদিক বললেন, ব্রিটিশ পুলিশ বাকস্বাধীনতায় বিশ্বাস করে। কতটা বিশ্বাস করে? অক্সফোর্ডের অতিথি, দেশের অতিথি। একজন সত্তর পেরনো মহিলাকে একদল মানুষের প্রায় চিৎকারে নিজের কথা থামিয়ে দিতে হবে, এমন প্রতিবাদের ভাষায়, এতটা বাকস্বাধীনতায় বিশ্বাস করে তারা? হাজার হাজার কিলোমিটার দূরে বসে এই প্রশ্নের উত্তর খোঁজা বেশ কঠিন। কিন্তু যে প্রশ্নের উত্তর খুঁজতে এই বাংলার মাটিতেই আসতে হবে, তা হল গোটা ঘটনায় লাভ কার?

কেলগ কলেজের এই সভায় প্রতিবাদের ইস্যু হয়ে উঠেছিল একটি নাম— অভয়া। গত বছর থেকে এই নামটা কলকাতার সর্বস্তরের মানুষের কাছে পরিচিত। এই নামকে সামনে রেখেই কলকাতার বুকে ‘অতি-আত্মবিশ্বাসী’ ছাত্র-ডাক্তাররা আন্দোলন চলছিল। কোনও রাজনীতিকের পরামর্শ না নিয়ে (বিজেপি না হোক, এমনকী নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায়েরও নয়) তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে নেমেছিলেন! সেই আন্দোলন কতটা ঠিক, কতটা ভুল, কতটা স্বার্থের, কতটা সময়ের তাগিদের— সেটা অন্য আলোচনার বিষয়। কিন্তু যে কথা না বললেই নয়, তা হল আন্দোলনকারীদের রাজনৈতিক অদূরদর্শিতার কথা। কার সঙ্গে লড়তে গেলেন তাঁরা? মমতার সঙ্গে। যিনি রাজীব গান্ধী, অটলবিহারী বাজপেয়ী থেকে জ্যোতিবাবু-প্রণববাবুর মতো তাবড় নেতাদের সঙ্গে সমানে সমানে লড়াই করেছেন, এবং সেই সব কঠিন রাজনৈতিক পরীক্ষা পেরিয়ে আজ এই জায়গায় এসেছেন। তাঁর মতো রাজনীতিবিদের বিরুদ্ধে লড়তে হলে যে কড়া রাজনীতি দিয়েই লড়তে হবে, এ কথা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। এত দিন ধরে যেভাবে আন্দোলন চালিয়েছেন, সেভাবে যে সাফল্য পাননি, তা তো তাঁরা জানতেন। তাহলে অক্সফোর্ডে আবার অভয়া ইস্যু তুলে কী লাভ করতে পারতেন ওঁরা?

প্রতিবাদের ধ্বনি উঠল। অভয়ার নাম ফের উঠল। জবাব বিদেশের মাটিতে দাঁড়িয়ে মমতার সংক্ষিপ্ত জবাব— ‘বিষয়টা বিচারাধীন’। আচ্ছা, এই ছোট্ট উত্তরেই কি কথোপকথন শেষ হয়ে যায় না?

কিন্তু শেষ হল না। এইসবের পরে উঠে এল আরও একটা কথা। হিন্দু! কোনও হিন্দু এই রাজ্যে আক্রান্ত? কোনও সুনির্দিষ্ট তথ্য আছে? যদি না থাকে, তাহলে এহেন ‘প্রতিবাদী’ কথারই বা অর্থ কী?

শেষে যে কথা বলার। কলেজ ক্যাম্পাসে ছাত্ররা এমন প্রতিবাদ করতে পারেন না, তা নয়। প্রতিবাদ, প্রশ্ন এসব তো থাকবেই। তবে ধরনটা কেমন হবে, সেটা নিয়েও কথা চলতে পারে। যাঁরা এই প্রতিবাদে সামিল হলেন, তাঁরা কি এটা কখনও ভেবে দেখেছেন, তাঁরা যা করলেন, তাতে শেষ পর্যন্ত হয়তো রাজনৈতিক ভাবে লাভ হবে মমতারই?

কেন? এই প্রতিবাদের আওয়াজ যদি দেশের মাটিতে, বাংলার মাটিতে উঠত, তাহলে তা অন্য রকম হত। কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে এই কাণ্ড আসলে দেশের ভাবমূর্তির প্রশ্নের সঙ্গেও জড়িয়ে গেল। যাঁরা, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ভাবে পছন্দ করেন না, তাঁদের অনেকেও হয়তো এহেন ঘটনায় বিব্রত বোধ করলেন। আর বাংলায় তৃণমূলের ভোটারদের কাছে? থাক সে কথা। তাঁদের ‘দিদি’কে বিদেশের মাটিতে যাঁরা অপদস্থ করার চেষ্টা করেন, তাঁদের ছবি এই ভোটাররা মনের মধ্যে বাঁধিয়েই রাখবেন। শুধু সেই ছবির ফ্রেমে ফুলের মালা না পরিয়ে, অন্য কী পরাবেন, তা আন্দাজ করা কঠিন হবে না।

মতামত লেখকের ব্যক্তিগত

(দেবক বন্দ্যোপাধ্যায় ২৯ বছর  সাংবাদিকতা করছেন। টাইমস অফ ইন্ডিয়া’য় পেশাগত হাতেখড়ি, তার পরে ‘নিউজ টাইম’, ‘লুক ইস্ট’, ‘নর্থ ইস্ট টেলিভিশন’-সহ আরও বেশ কিছু সংবাদমাধ্যমে দীর্ঘ দিন কাজ করেছেন তিনি। বেশ কিছু সময়ে সামলেছেন সম্পাদকের দায়িত্বও। বর্তমানে সাংবাদিকতার পাশাপাশি কয়েকটি বেসরকারি সংবাদ মাধ্যমে রাজনীতির বিশ্লেষক।)

বাংলার মুখ খবর

Latest News

সিদ্ধযোগে কখন শুরু হচ্ছে? জেনে নিন ৬ বৈশাখের পঞ্জিকা শনিবার ডাবল হেডারের পর অরেঞ্জ ক্যাপে কোনও পরিবর্তন হল? কপাল চওড়া পন্তদের, IPL পয়েন্ট টেবিলে টপ ফাইভে LSG! DCকে হারিয়ে মগডালে গুজরাট ‘অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…কাউকে ছাড়া হবে না’, শান্তি রক্ষার আবেদন দিদির বিফলে গেল বৈভবের রেকর্ড,যশস্বী লড়াই! IPLএ পন্তের মাস্টারস্ট্রোকে RRকে হারাল LSG 'না না, জিতিনি, আমরা জিতেও হেরেছি', ক্যারিবিয়ানদের উচ্ছ্বাস বদলে গেল কান্নায় বর্তমানে স্থিতিশীল! হার্টের সমস্যা নয়, তবে কি হয়েছিল সৃজিতের? বিচ্ছেদের জল্পনার আগুনে ঘি! ইনস্টায় একে অন্যকে আনফলো করলেন সারা-শুভমন? এবার সোম থেকে ক্লাস বয়কটের ডাক পার্শ্বশিক্ষকদের! দাবি কী? এল নয়া রিপোর্ট ফের দীপিকার সঙ্গে বড় পর্দায় অমিতাভ! 'কল্কি ২' নয়, কোন ছবির ঘোষণা হল?

Latest bengal News in Bangla

‘অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…কাউকে ছাড়া হবে না’, শান্তি রক্ষার আবেদন দিদির এবার সোম থেকে ক্লাস বয়কটের ডাক পার্শ্বশিক্ষকদের! দাবি কী? এল নয়া রিপোর্ট মাতৃভূমি লোকালে এবার পুরুষরাও চড়তে পারবেন! কোন কোন কামরায়? কী বলল পূর্ব রেল বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা! বালুরঘাটে পুলিশের মৃদু লাঠিচার্জ, আহত একাধিক ‘বর্বরোচিত, আর যেন না ঘটে..’, মুর্শিদাবাদ নিয়ে রাজ্যপাল,উঠল BSF ক্যাম্প প্রসঙ্গ ২১ এপ্রিলের নবান্ন অভিযান স্থগিত! কেন এই সিদ্ধান্ত নিলেন চাকরিহারা শিক্ষকরা? 'এখন ভাই-দাদা বলে লাভ নেই', জাফরাবাদে নিহত পরিবারের ক্ষোভের মুখে সাংসদ মুর্শিদাবাদে হামলাকারীরা কি বহিরাগত? BSF-কে মমতার তোপের পর বড় দাবি সুকান্তর অস্ত্র হাতে স্যারের কোচিং লুটপাট, ভাঙচুর করে ছাত্ররাই! হিংসার আগুনে খাক বই, খাতা 'পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রে', বিস্ফোরক বঙ্গ BJP সাংসদ

IPL 2025 News in Bangla

বিফলে গেল বৈভবের রেকর্ড,যশস্বী লড়াই! IPLএ পন্তের মাস্টারস্ট্রোকে RRকে হারাল LSG IPL-এ শর্মা যুদ্ধ! কলার তুলে মস্তানি আশুতোষের! আঙুল দেখিয়ে শিক্ষা দিলেন ইশান্ত! রাহুলের ভুলে শতরান হাতছাড়া বাটলারের! DCকে হারিয়ে পয়েন্ট তালিকার মগডালে গিলের GT 'সিঙ্গল' বলে দাবি, এদিকে চাহালের সঙ্গে বিমানবন্দরে মাহভাশ! জুটিতে চললেন কোথায়? IPL 2025-এর মাঝেই ‘চ্যাম্পিয়ন দলের’ আরও এক তারকাকে দলে ফেরাল KKR, ভাগ্য ফিরবে? পন্ত সম্পর্কে PBKSকে নিয়ে মিথ্যা পোস্ট এক্স ইউজারের! তুলোধনা করলেন প্রীতি জিন্টা ম্যাচ জয়ের শতকরা হারে IPL-র সেরা ক্যাপ্টেন কে? ধোনিকে তাড়া করছেন হার্দিক-শ্রেয়স DC-র নেট সেশনে হঠাৎই হাজির নেহরা! গিয়েই অনুশীলন বন্ধের নির্দেশ দিলেন পোড়েলকে! তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই! দর্শকাসন ভরাতে নয়া উদ্যোগ GTর! রাখা হচ্ছে ফ্যান, ORS! IPL-এর মাঝে মলদ্বীপে ছুটি কাটানো ব্যক্তিই হলেন মেন্টর, পিটারসেনকে রোস্ট রাহুলের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.