বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: মিলল কেন্দ্রের অনুমতি, সেপ্টেম্বরেই স্পেন ও দুবাই সফরে মমতা

Mamata Banerjee: মিলল কেন্দ্রের অনুমতি, সেপ্টেম্বরেই স্পেন ও দুবাই সফরে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।  (Hindustan Times)

শিল্প টানতে স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মমতা। অনুমতি দিল মোদী সরকার

লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে ছাড়পত্র দিল নরেন্দ্র মোদী সরকার। সেপ্টেম্বরে শিল্প টানতে স্পেন ও দুবাই যেতে চান বলে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন মমতা। বুধবার বিদেশ মন্ত্রকের তরফে তার অনুমতি মিলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর আগে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরের মমতার আবেদন খারিজ করেছিল কেন্দ্র।

মুখ্যমন্ত্রী হিসাবে সরকারি সফরে বিদেশে যেতে গেলে কেন্দ্রের অনুমতি বাধ্যতামূলক। অনুমতি পেলে তবেই কেউ সরকারিভাবে বিদেশে গিয়ে সরকারি খরচে সরকারি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আগামী ১৭ সেপ্টেম্বর স্পেন যেতে চান বলে কেন্দ্রকে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর দুবাই হয়ে ২৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা তাঁর। লক্ষ্য ছিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিদেশি লগ্নি টানা। এবারও কেন্দ্র মমতাকে অনুমতি দেবে না বলেই ধরে নিয়েছিল নবান্ন। কিন্তু লোকসভা ভোটের আগে সেই অনুমতি পেলেন মমতা।

স্পেন সফরে মাদ্রিদ ও বার্সেলোনা যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই শিল্পের সঙ্গে এই সফর নিয়ে উৎসাহী ফুটবলপ্রেমীরাও। এর আগে বিনিয়োগ টানতে সরকারি খরচে লন্ডন ও সিঙ্গাপুর সফর করেছেন মমতা। কিন্তু সেই সফরের জেরে ক’টাকার বিনিয়োগ রাজ্যে এসেছে তা এখনো স্পষ্ট করে জানাতে পারেনি তাঁর সরকার।

 

বন্ধ করুন