বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডাক্তারিতেও চালু হোক ডিপ্লোমা, ‘ভাবতে’ বললেন মমতা

ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডাক্তারিতেও চালু হোক ডিপ্লোমা, ‘ভাবতে’ বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।  (HT_PRINT)

যদিও মুখ্যমন্ত্রীর এই ভাবনার সঙ্গে সহমত নন প্রায় সব চিকিৎসক। তাঁরা বলছেন, চিকিৎসাবিজ্ঞান রাতারাতি শিখে ফেলা যায় এমন কোনও শাস্ত্র নয়। বহু বছরের সাধনা ও পরিশ্রমের পর এব্যাপারে দক্ষতা অর্জন করা যায়।

রাজ্যে চিকিৎসকের ঘাটতি কমাতে এবার চিকিৎসাবিজ্ঞানের ডিপ্লোমা কোর্স চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এক সভায় এই পরামর্শ দেন তিনি। তাঁর যুক্তি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে ডাক্তারির ডিপ্লোমা থাকতে পারে না কেন?

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কি না দেখো। ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে সুযোগ পাবে। ৫ বছরের প্রশিক্ষণের পর যে চিকিৎসকদের আমরা পাচ্ছি তাতে অনেকটা সময় যাচ্ছে। কিন্তু যদি আমরা সমান্তরালভাবে যেহেতু সিট বাড়ছে, হাসপাতাল বাড়ছে লোকসংখ্যা বাড়ছে, শয্যা বাড়ছে… যদি তোমরা একটা ডিপ্লোমা কোর্স করে অন্তত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোয় নিয়োগ করতে পারো তাহলে আমার মনে হয় এরা খুব ভালো ফল দেবে’।

যদিও মুখ্যমন্ত্রীর এই ভাবনার সঙ্গে সহমত নন প্রায় সব চিকিৎসক। তাঁরা বলছেন, চিকিৎসাবিজ্ঞান রাতারাতি শিখে ফেলা যায় এমন কোনও শাস্ত্র নয়। বহু বছরের সাধনা ও পরিশ্রমের পর এব্যাপারে দক্ষতা অর্জন করা যায়। সেক্ষেত্রে MBBS পাঠক্রমের ৫ বছর শুধুমাত্র হাতে ধরে শেখানোর পর্ব মাত্র। এই প্রক্রিয়া নিরন্তর চলতে থাকে। তাই এব্যাপারে তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে।

বলে রাখি, ২০১৫ সালে রাজ্যের হাতুড়ে চিকিৎসকদের পরিকল্পনা করেছিল মমতার সরকার। সমাজের সব মহল থেকে ব্যাপক বিরোধিতার ফলে এই সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হয় তারা।

 

বন্ধ করুন