বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: ১১ দিনের বিদেশ সফরে সফরে মুখ্যমন্ত্রী, কেন স্পেন? জানালেন বিমানবন্দরে

Mamata Banerjee: ১১ দিনের বিদেশ সফরে সফরে মুখ্যমন্ত্রী, কেন স্পেন? জানালেন বিমানবন্দরে

বিদেশ সফরে যাওয়ার আগে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী

বিদেশ থেকে তিনি কী কোন চমক আনতে চলেছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'চমক তো হতে পারে। প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তেল ভরতে হয়। সেই জন্য যাচ্ছি।'

পাঁচ বছর পর বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে দুবাই রওনা দিলেন। সেখান থেকে যাবেন স্পেনের রাজধানী মাদ্রিদ। তারপর বার্সেলোনা। বিমানে ওঠার আগে কেন স্পেনে যাচ্ছেন তাও জানিয়ে গিলেন মুখ্যমন্ত্রী।

এদিন বিমান বেশ কিছুটা দেরিতে ছাড়ে। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'স্পেন আমাদের বইমেলায় এসেছিল। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তারা পার্টনার ছিল। ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ভাল আছে। তাদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি। তাই দেখা যাক কী হয়। আমাদের এখানে ২১, ২২ ও ২৩ বিজনেস সম্মেলন আছে। ওরা বারবার আসে। কিন্তু, আমরা কেউ যাই না। সেইজন্যই এই ছোট্ট দেশটাকে বেছেছি।'

বিদেশ থেকে তিনি কী কোন চমক আনতে চলেছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'চমক তো হতে পারে। প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তেল ভরতে হয়। সেই জন্য যাচ্ছি।'

(পড়তে পারেন। অনুমতি মিলুক চাই না মিলুক, দিল্লিতে আন্দোলন হবেই, ২রা অক্টোবর নিয়ে বার্তা সাফ মমতার)

(পড়তে পারেন। PM পদে মোদীর বিকল্প মমতা, মনে করছেন দেশের মাত্র ২.৭ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা)

মুখ্যমন্ত্রীর এই সফরে সঙ্গী ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ের এক জন করে প্রতিনিধি। পরে লন্ডন থেকে মাদ্রিদে এই দলে যোগ দেবেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। এ ছাড়া তাঁর সঙ্গে শিল্পপতিদের একটি প্রতিনিধি দলও রয়েছে। ১১ দিনের বিদেশ সফর সেরে মমতা ফিরবেন ২৩ সেপ্টেম্বর। 

রাজ্যে প্রশাসন সূত্র খবর, ১৪ সেপ্টেম্বর মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে একটি বৈঠক করবেন। বাংলার ফুটবলের উন্নতিকল্পে মউ স্বাক্ষর হতে পারে। মমতার সঙ্গে থাকছেন মোহনবাগানের দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের রূপক সাহা এবং মহমেডানের ইশতিয়াক আহমেদ। 

মাদ্রিদে প্রবাসী বাঙালিদের সঙ্গেও তাঁর একটি বৈঠক রয়েছে বলে জানা গিয়েছে। মাদ্রিদ থেকে ট্রেনে করে যাবেন বার্সিলোনা। সেখান থেকে তিনি আবার দুবাই রওনা দেবেন।

বন্ধ করুন