বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee on Delhi Police Vs Wrestlers: 'লড়াই চলবে', পুলিশ বনাম কুস্তিগীর পর্বে কেন্দ্রকে তোপ মমতার

Mamata Banerjee on Delhi Police Vs Wrestlers: 'লড়াই চলবে', পুলিশ বনাম কুস্তিগীর পর্বে কেন্দ্রকে তোপ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় (PTI)

আজ সকালে সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা তাঁদের পদক ফেরানোর কথা বলেন সরকারকে। এই আবহে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। এই নিয়ে একটি টুইট করেন তিনি।

দিল্লির যন্তর মন্তরে বিগত বেশ কয়েক দিন ধরেই প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন দেশের তাবড় কুস্তিগীররা। কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসজ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে এই প্রতিবাদ। এই আবহে গতকাল দিল্লি পুলিশের সঙ্গে হাতাহাতি লেগে যায় কুস্তিগীরদের। এই আবহে গতকাল থেকে এই আন্দোলন নয়া মোড় নিয়েছে। আজ সকালে সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা তাঁদের পদক ফেরানোর কথা বলেন সরকারকে। এই আবহে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। এই নিয়ে একটি টুইট করেন তিনি।

টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এভাবে আমাদের মেয়েদের সম্মান ক্ষুন্ন করা যাবে না। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। গোটা দেশের মেয়ে তাঁরা। তাঁদে পাশে দাঁড়িয়ে আছে ভারত। আমিও আমাদের কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে আছি। আইন সবার জন্য এক। শাসকের আইন এই যোদ্ধাদের মর্যাদাকে হাইজ্যাক করতে পারে না। আপনি তাঁদের আক্রমণ করতে পারেন, কিন্তু তাঁদের আত্মাকে ভাঙতে পারবেন না। এই লড়াই সত্যের লড়াই। এবং এই লড়াই চলবে। আমাদের কুস্তিগীরদের আঘাত করার সাহস করবেন না। গোটা জাতি তাঁদের কান্না দেখছে এবং জাতি আপনাকে ক্ষমা করবে না। আমি আমাদের কুস্তিগীরদের আবেদন করছি যাতে তাঁরা শক্তিশালী থাকেন। তাঁদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’

প্রসঙ্গত, গতকাল গভীর রাতে কুস্তিগীরদের বিক্ষোভ স্থলে হুলুস্থুল কাণ্ড বাঁধে। পুলিশের সঙ্গে হাতাহাতি হয় কুস্তিগীরদের। বজরংরা অভিযোগ করেন যে মত্ত অবস্থায় নাকি পুলিশকর্মীরা তাঁদের মারধর করেছেন। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে মাটিতে শুয়েই রাত কাটাচ্ছিলেন কুস্তিগীররা। তবে গতকাল দিল্লিতে দিনভর বৃষ্টি হয়। এই আবহে কুস্তিগীররা অবস্থান বিক্ষোভের জায়গায় খাটিয়া নিয়ে আসতে চেয়েছিলেন ঘুমানোর জন্য। এর থেকেই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, পুলিশ খাটিয়া নিয়ে আসতে বাধা দেয়। শুধু তাই নয়, কুস্তিগীরদের মারধর করে পুলিশ। মহিলা কুস্তিগীরদের গালিগালাজও করা হয় বলে অভিযোগ। অভিযোগ, পুলিশের মারে দুই কুস্তিগীরের মাথায় আঘাত লেগেছে। একজন কুস্তিগীর অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, 'গতকাল যন্তর মন্তরের অবস্থান বিক্ষোভের জায়গায় কিছু খাটিয়া নিয়ে এসিছেলেন সোমনাথ ভারতী (আম আদি পার্টি নেতা)। তবে তিনি কোনও অনুমতি ছাড়াই খাটিয়া নিয়ে এসেছিলেন সেখানে। সেই সময় পুলিশ হস্তক্ষেপ করলে তাঁর সমর্থকরা মারমুখী হয়ে পড়ে। ট্রাক থেকে খাটিয়া নামাতে উদ্যত হয় তারা। এরপর ছোটখাটো সংঘর্ষ বাঁধে। ঘটনায় সোমনাথ ভারতী এবং দু'জনকে আটক করা হয়েছে।'

বাংলার মুখ খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.