আরজি কর হাসপাতালে গত ৯ অগস্ট নৃশংস ভাবে খুন হয়েছিলন তরুণী চিকিৎসক। খুন হওয়া চিকিৎসককে ধর্ষণও করা হয়েছিল। সেই ঘটনায় বিগত মাসগুলিতে উত্তাল থেকেছে বাংলার রাজপথ। রাজনৈতিক মহলেও এই নিয়ে চর্চা থেকেছে তুঙ্গে। বিরোধী-শাসক তরজা অব্যাহত থেকেছে। এরই মাঝে আবার গতকালই জয়নগরের ঘটনায় ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আর সেদিনই আরজি করের কেস নিয়ে আক্ষেপের সুর শোনা গেল মমতার গলায়। গতকাল নিউজ ১৮ বাংলায় একটি সাক্ষাৎকারে এই সব নিয়ে সরাসরি কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, নির্যাতিতার বাবা-মায়ের কাছ থেকে তিনি একমাস সময় চেয়েছিলেন। (আরও পড়ুন: এমন সব ইস্যু… ভারতের চিন্তায় 'ঘুম উড়ল' বাংলাদেশের! স্মারকলিপি ভারতীয় হাইকমিশনে)
আরও পড়ুন: চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের হিন্দু উপাচার্যের পদত্যাগ, বিপ্লবের নামে অত্যাচার?
গতকাল সংবাদ চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে আরজি কর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি মা-বাবাকে বলেছিলাম, একমাস সময় দিন। বিচার হবেই। তার পর না হলে তখন সিবিআই দিতে। কিন্তু তার আগেই সিবিআইয়ের হাতে চলে গেল তদন্তভার।' প্রসঙ্গত, আরজি করের ঘটনার পর গত ১২ অগস্ট নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, ১৮ অগস্টের মধ্যে পুলিশ এই মামলার কিনারা না করতে পারলে কেস সিবিআইকে পাঠিয়ে দেবেন তিনি নিজে। তবে মমতার সেই ঘোষণার দু'দিন পরেই কলকাতা হাই কোর্ট এই মামলার তদন্তভার দেয় সিবিআইকে। এরপর থেকে ৪ মাস অতিক্রান্ত হয়েছে। মূল অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া এই মামলায় যোগ থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। বর্তমানে শিয়ালদা আদালতে এই ধর্ষণ-খুনের মামলার শুনানি চলছে। (আরও পড়ুন: ইউনুসের সঙ্গে বৈঠকের পরই চিন্ময় প্রভুর হয়ে সরব বাংলাদেশের ফাদার রোজারিও, বললেন…)
আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নামে আগামী সপ্তাহে চার্জশিট দিতে চলেছে সিবিআই। সেই চার্জশিটে তথ্য এবং প্রমাণ লোপাট সহ ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে। এই আবহে সোমবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে সশরীরে শিয়ালদা আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বিচারক। এই আবহে সংবাদ প্রতিদিনের রিপোর্টে দাবি করা হয়েছে, সোমবারই চার্জশিট পেশের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। তবে সেদিন চার্জশিট পেশ করা সম্ভব না হলেও বুধবারের মধ্যেই সেই কাজ করা হবে বলে দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। (আরও পড়ুন: ধার নিল, প্রাণও নিল! বাংলাদেশে হিন্দু মহিলাকে কুপিয়ে খুন, অভিযুক্ত প্রতিবেশী)
এর আগে আরজি কর মেডিক্যালে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা করে সিবিআই। উল্লেখ্য, আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে ওই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। সেই সব দুর্নীতির তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তবে আরজি করে দুর্নীতির তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায় যেহেতু আরজি করে চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই করছে তাই দুর্নীতির তদন্তও তারাই করবে। এই আবহে সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে সহ ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করে সিবিআই। ১২৫ পাতার চার্জশিটের সঙ্গে বিভিন্ন তথ্যপ্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছিল আদালতে। সিবিআই চার্জশিটে স্পষ্ট জানিয়েছে, সন্দীপ ঘোষের নেতৃত্বেই দুর্নীতি হয়েছে। এছাড়া চার্জশিটে রয়েছে আশিস পান্ডে, ব্যবসায়ী সুমন হাজরা, বিপ্লব সিংহ ও আফসার আলি খানের নাম।