কলকাতায় ফিরে হাজার পীড়াপীড়িতেও টেটের চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবদিহির দায় ঠেলে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর। যদিও ২০১৪-র টেট উত্তীর্ণদের আন্দোলন চলছে ২০২০ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাকে হাতিয়ার করেই।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘টেটের চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে আমি কিছু বলব না। কারণ ব্যাপারটা আমি কিছু জানি না। এব্যাপারে সরকারের তরফে ব্রাত্যকে কথা বলার অধিকার দেওয়া হয়েছে। যা বলার ও-ই বলবে।’
এর পর সাংবাদিকদের এই সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান মমতা। শেষে তিনি বলেন, ‘যারা আন্দোলন করছেন তাদেরও আমি ভালোবাসি।’
সোমবার থেকে বিধাননগরের করুণাময়ীতে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে ২০১৪ টেট উত্তীর্ণরা। তাদের দাবি, ২ বার ইন্টারভিউ দিয়েও নিয়োগপত্র পাননি তাঁরা। অথচ তাঁদের সময় ঘোষিত শূন্যপদ খালি রয়ে গিয়েছে। এর মধ্যে প্রকাশ্যে এসেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুসারে ধাপে ধাপে তাদের নিয়োগ হওয়ার কথা ছিল। কিন্তু সেসব বাতিল করে ফের তাদের পরীক্ষায় বসতে বলছে প্রাথমিক শিক্ষা সংসদ। এর মধ্যে তাদের অনেকের বয়ঃসীমা পেরিয়ে গিয়েছে।