বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: ইডি আগে জানাতে পারত, অমানবিক জিনিস চলছে, রুজিরাকে বিমানবন্দরে রোখায় বললেন মমতা

Mamata Banerjee: ইডি আগে জানাতে পারত, অমানবিক জিনিস চলছে, রুজিরাকে বিমানবন্দরে রোখায় বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়

মমতা বলেন, ‘একটা পঞ্জাবি মেয়ে। ওর মা খুব অসুস্থ। সুপ্রিম কোর্টের পার্মিশন আছে যে যদি ও কখনও বাইরে যায় তাহলে ইডিকে একটা জানাতে হবে। সেই অনুসারে ও অনেকদিন আগে ইডিকে জানিয়েছিল। তখন ইডি বলতে পারত তুমি যেও না। কিন্তু এয়ারপোর্টে গিয়ে হাতে নোটিশ ধরানো যে ৮ তারিখে তুমি এসো… অমানবিক জিনিস চলছে’।

থাইল্যান্ড উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে রোখায় ইডিকে অমানবিক বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি। মমতার যুক্তি, ইডি আগে বলতে পারত তুমি যেও না।

এদিন মমতা বলেন, ‘একটা পঞ্জাবি মেয়ে। ওর মা খুব অসুস্থ। সুপ্রিম কোর্টের পার্মিশন আছে যে যদি ও কখনও বাইরে যায় তাহলে ইডিকে একটা জানাতে হবে। সেই অনুসারে ও অনেকদিন আগে ইডিকে জানিয়েছিল। তখন ইডি বলতে পারত তুমি যেও না। কিন্তু এয়ারপোর্টে গিয়ে হাতে নোটিশ ধরানো যে ৮ তারিখে তুমি এসো… অমানবিক জিনিস চলছে’।

সোমবার সকালে ২ সন্তানকে নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে যাওয়ার জন্য দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে উঠতে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিবাসন পরীক্ষার সময় তাঁকে আটকান ইডির আধিকারিকরা। রুজিরা জানান, তিনি অসুস্থ মা-কে দেখতে যাচ্ছেন। আদালতে নির্দেশ মেনে আগাম সেকথা ইডিকে জানিয়েছেন তিনি। পালটা ইডির আধিকারিকরা জানান, তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি রয়েছে। ফলে দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এর পরই রুজিরাকে ৮ জুন হাজিরা দেওয়ার জন্য নথি ধরান ইডির আধিকারিকরা।

তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি - সিবিআইকে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকে হয়রান করছে কেন্দ্রীয় সরকার। পালটা বিজেপির দাবি, এর আগে রুজিরার মা ও বোন ভারত ছেড়েছেন। তারা আর দেশে ফিরছেন না কেন? রুজিরার দেশ ছাড়ার পিছনেও কোনও পরিকল্পনা রয়েছে।

 

 

বন্ধ করুন