বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Loksabha Election: ‘‌২০২৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না’‌, শহিদ সমাবেশে দাবি মমতার

Loksabha Election: ‘‌২০২৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না’‌, শহিদ সমাবেশে দাবি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়৷

একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে এই দাবি করলেন আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর দাবি, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেই ঐক্যবদ্ধ হবে বিরোধীরা৷ এবার লড়াই আরও বড়। আজ একুশের মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর পরিসরে সেই লড়াইয়ের ডাক দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না৷ একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে এই দাবি করলেন আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর দাবি, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেই ঐক্যবদ্ধ হবে বিরোধীরা৷ এবার লড়াই আরও বড়। রাজ্যের সীমানা পেরিয়ে গোটা দেশ। তাই আজ একুশের মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর পরিসরে সেই লড়াইয়ের ডাক দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। আর এক একুশের সাফল্যই তাঁর মডেল। তাকে পুঁজি করেই বৃহস্পতিবার আওয়াজ তুলে তিনি বলেন, ‘২০২১ সালে বাংলায় পেরেছি, ২০২৪ সালে দেশেও পারব। বিজেপিকে হারাব।’

কোন স্লোগান তুললেন নেত্রী?‌ এদিন সভামঞ্চ থেকে কর্মী–সমর্থকদের উদ্দেশে স্লোগান তোলেন তৃণমূলনেত্রী। সেখানে তিনি বলেন, ‘‌লোকসভায় একটিও আসন বিজেপিকে জিততে দেওয়া যাবে না। তাই গ্রামবাংলায় স্লোগান তুলুন, বিজেপি হঠাও, দেশ বাঁচাও। জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক। চব্বিশে বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো। আমি চাই, ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক, তার নাম তৃণমূল কংগ্রেস।’‌

দেশের রাজনীতি নিয়ে কী বললেন?‌ মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে দাবি করেন, ‘‌২০২৪ সালের লোকসভা নির্বাচন আসলে সরকার নির্বাচনের নয়, বর্তমান সরকারকে প্রত্যাখ্যানের ভোট৷ তৃণমূল কংগ্রেসেই বিরোধীদের সঙ্গে নিয়ে বিজেপিকে হারাতে পারে। ২০২৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, আমি নিশ্চিত৷ আর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেই বিরোধীরা ঐক্যবদ্ধ হবে৷’‌

আর কী নির্দেশ দিয়েছেন তিনি?‌ এদিন বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘‌ইডি, সিবিআই এলে মুড়ি খেতে দেবেন। সঙ্গে একটু তেল দেবেন। বলে দেবেন, এর জিএসটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমাকে ইডি, সিবিআই দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। আমি ওসব ভয় পাই না। যারা ডরপোক, তারা ভয় পায়। ২০২৪ সালের নির্বাচন কাউকে বেছে দেওয়ার নয়, ২০২৪ নির্বাচন বিজেপিকে উৎখাত করার। ২০২৪ সালের নির্বাচন ইলেকশন নয়, রিজেকশনের নির্বাচন।’‌

বন্ধ করুন