বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Diploma Doctor:নিজের ব্যর্থতা ঢাকতে ডিপ্লোমা চিকিৎসক তৈরির পরিকল্পনা করছেন মমতা, দাবি শমীকের

Diploma Doctor:নিজের ব্যর্থতা ঢাকতে ডিপ্লোমা চিকিৎসক তৈরির পরিকল্পনা করছেন মমতা, দাবি শমীকের

শমীক ভট্টাচার্য।

পশ্চিমবঙ্গের চিকিৎসকরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন। বর্তমানে যে চিকিৎসকরা রয়েছেন তাঁদেরও সরকারি ক্ষেত্রে উপযুক্তভাবে ব্যবহার করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর ভাবনার কোনও বাস্তব ভিত্তি নেই।

রাজ্যে চিকিৎসাবিজ্ঞানের ডিপ্লোমা কোর্স চালু নিয়ে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিজের ব্যর্থতা ঢাকতে এখন এসব কথা বলছেন মমতা। এই প্রস্তাব অবাস্তব ও বৈজ্ঞানিক ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।

এদিন শমীকবাবু বলেন, ‘এই ভাবনার কোনও বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। এতে চিকিৎসার মান পড়বে। এমনিতেই পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা প্রতিদিন কমছে। আসলে যিনি গত ১২ বছর ধরে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তাঁর ব্যর্থতা ঢাকতে এই ধরণের একটা চিন্তা মানুষের সামনে নিয়ে আসছেন। এতে পশ্চিমবঙ্গে চরম বিপর্যয় নেমে আসবে। পশ্চিমবঙ্গের চিকিৎসকরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন। বর্তমানে যে চিকিৎসকরা রয়েছেন তাঁদেরও সরকারি ক্ষেত্রে উপযুক্তভাবে ব্যবহার করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর ভাবনার কোনও বাস্তব ভিত্তি নেই। আর এই ভাবনাকে বাস্তবায়িত করার সময় এই সরকার পাবে না’।

বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এক প্রশাসনি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কি না দেখো। ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে সুযোগ পাবে। ৫ বছরের প্রশিক্ষণের পর যে চিকিৎসকদের আমরা পাচ্ছি তাতে অনেকটা সময় যাচ্ছে। কিন্তু যদি আমরা সমান্তরালভাবে যেহেতু সিট বাড়ছে, হাসপাতাল বাড়ছে লোকসংখ্যা বাড়ছে, শয্যা বাড়ছে… যদি তোমরা একটা ডিপ্লোমা কোর্স করে অন্তত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোয় নিয়োগ করতে পারো তাহলে আমার মনে হয় এরা খুব ভালো ফল দেবে’।

 

বন্ধ করুন