উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতায় কালীপুজোর উদ্বোধনেও ফের সিঙুর প্রসঙ্গ টেনে আনলেন মমতা। এদিন মমতা দাবি করেন, ‘টাটারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল।’ সঙ্গে তিনি বলেন, ‘আমাদের দাবি ভারতের আইন স্বীকৃতি দিয়েছে।’
এদিন কলকাতার জানবাজারে এক কালীপুজোর উদ্বোধনে মমতাকে বলতে শোনা যায়, ‘আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিন ফসলি জমি নেওয়া যাবে না। আমাদের ওই আন্দোলনই সারা ভারতের আইন হিসাবে অ্য়াকসেপ্টেড হয়েছে। আমরা বাংলায় আজও যদি কিছু করি সব সময় আগে জমি দাতাদের কথা শুনি।’
শহরে অবৈধ টেলিযোগাযোগ ব্যবসা, গ্রেফতার ২, উদ্ধার সিম বক্স
তাঁর দাবি, ‘তাপসী মালিকের মতো মেয়েকে পুড়িয়ে মেরেছে। কৃষকদের পুড়িয়ে মেরেছে। টাটারা তো আমাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিল নির্বাচনের সময়। আমরা কোনওদিন কিছু বলিনি।’
বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক বিজয়া সম্মিলনীতে মমতা বলেন, ‘আমি টাটাকে তাড়়াইনি। টাটাকে তাড়িয়েছে সিপিএম। ওরা জোর করে জমি নিয়েছিল। আমরা সেই জমি ফিরিয়ে দিয়েছি।’
এর পরই রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়। বাম – বিজেপি - কংগ্রেস একযোগে মমতা মিথ্যে বলছেন বলে আক্রমণ করেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ভাগ্যিস উনি বলেননি বুদ্ধদেব ভট্টাচার্য ধরনা দিয়ে টাটাকে তাড়িয়েছেন।