বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নেতাজির মস্তিষ্কপ্রসূত প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিতে হবে‌, কেন্দ্রকে তোপ মমতার

নেতাজির মস্তিষ্কপ্রসূত প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিতে হবে‌, কেন্দ্রকে তোপ মমতার

নেতাজির ছবিতে মাল্যদান মমতার। (ছবি সৌজন্য টুইটার)

মিছিল শেষে মমতা কেন্দ্রীয় সরকারকে একের পর এক তোপ দাগেন।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিনটি ‘দেশনায়ক দিবস’ হিসেবে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী শনিবার দুপুর সওয়া ১২টায় বেজে ওঠে সাইরেন। তার ঠিক পরেই শাঁখ বাজান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শ্যামবাজার থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় রেড রোডে। সকালে তিনি গিয়েছিলেন নেতাজি ভবনে। আর মিছিল শেষে তিনি কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন। বিধানসভা নির্বাচনের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এই মিছিলে হয়েছিল জনজোয়ার। মিছিল শেষে তিনি কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, ‘‌আমাকে পছন্দ নাই করুন, আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারতেন। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজিকে ছাড়া বাংলা হয় না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানতে হবে। কেন্দ্রীয় সরকার আজ পর্যন্তও ছুটির দিন ঘোষণা করেনি। দুঃখ আছে আমাদের। করতেই হবে। নেতাজির লড়াই দেশকে মুক্ত করার জন্য ছিল। আমি এখনও মনে করি নেতাজি ইতিহাস, বিস্ময়।’‌

মমতার পদযাত্রার কিছুক্ষণ পরেই শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও নেতাজি ভবনে যাবেন বলে খবর। তার আগেই তাঁর কাছে বার্তা পৌঁছে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‌ভারতের প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হল। নীতি আয়োগ তৈরি হল। কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলে না। ন্যাশনাল প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিতে হবে। আমি রাজীব গান্ধীকে দিয়ে এয়ারপোর্টে নাম করিয়েছিলাম নেতাজির নামে। ভারতের রাজধানী কলকাতা হতেই হবে। বাংলা মাথা নীচু করতে পারে না। নেতাজির বই বাধ্যতামূলক করা উচিত স্কুল–কলেজে। তরুণের স্বপ্নকে সিলেবাসে রাখা হোক। ভারতের চারটে জায়গায় রাজধানী করা উচিত। উত্তর–দক্ষিণ–পূর্ব–পশ্চিমে একটা করে রাজধানী হোক।’‌

ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ন্যাশানাল লাইব্রেরিতে অনুষ্ঠান রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগে নাম না করে নেতাজিকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নেতাজিকে নিয়ে রাজনীতি হচ্ছে। নেতাজির আদর্শ বিসর্জন দিয়ে দিচ্ছে। বন্দরের নাম ছিল সুভাষ বন্দর, তাও উঠিয়ে দেওয়া হল। পরাক্রম দিবস মানে বুঝি না। আমি দেশনায়ক বুঝি। আমরা কেন দেশনায়ক দিবস ঘোষণা করছি জানেন? কারণ রবীন্দ্রনাথ তাঁকে এই নামে সম্বোধন করেছিলেন। নেতাজিকে নিয়ে কারও দয়া–দাক্ষিণ্যের প্রয়োজন নেই।

শনিবার সকালে নেতাজিকে নিয়ে একের পর এক টুইট করেন মমতা। প্রথমটিতে লেখেন, দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। উনি ছিলেন প্রকৃত নেতা। মানুষের ঐক্যে বিশ্বাসী ছিলেন। আমরা আজকের দিনটা ‘দেশনায়ক দিবস’ হিসাবে পালন করছি। এরপর মিছিল শেষে সভা করেও দেশনায়কের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

বাংলার মুখ খবর

Latest News

প্রকাশ্যে স্ত্রী দীপ্তির থেকে ক্ষমাপ্রার্থনা শ্রেয়সের! কিন্তু কেন? রামনবমীতে রক্তাক্ত বাংলা, ধারালো অস্ত্রের কোপ ও বোমা বর্ষণে জখম বহু পুলিশসহ ১৮ ধনু-মকর-কুম্ভ-মীনের বৃহস্পতিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল জোড়া ঘূর্ণাবর্তে বৃষ্টি চলবে বাংলা! ৫০ কিমিতে ঝড় উঠবে একাধিক জেলায়, কোথায়? আতাপাত্তু একাই ১৯৫, সব থেকে বেশি রান তাড়া করে ODI জয়ের বিশ্বরেকর্ড শ্রীলঙ্কার সরু ফিতের ব্লাউজে উন্মুক্ত ক্লিভেজ! বিয়ের খবর পাকা,কৌশাম্বির রূপে বিভোর ফ্যানেরা IPL-এর ২০ ইনিংসে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান সুদর্শনের, চোখ রাখুন সেরা ৫-এ আচার্যই নিয়োগ করতে পারেন উপাচার্যদের, বলছে সুপ্রিম কোর্ট, বিবৃতি জারি করল রাজভবন

Latest IPL News

পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড মার খেয়ে হাড় গুঁড়ো হচ্ছে বোলারদের, IPL-এ ইমপ্যাক্ট বদলি তুলে দেওয়ার দাবি মুডির ইডেনের ম্যাচে শুরু থেকে তিনিই চিয়ার লিডার, KKR হারায় কেঁদে ফেললেন শাহরুখ ইডেনে দোষ করেছে দল, বিরাট শাস্তি হল একা KKR দলনায়ক শ্রেয়সের, নিয়ম কী বলছে? চোটের জন্য ফিল্ডিং করতে পারিনি-RR-এর কাছে হারের পর KKR-এর চিন্তা বাড়ালেন রিঙ্কু গত ১২ মাস ধরে, ওর কানের কাছে মন্ত্র জপছি- T20 WC-এ নারিনকে খেলাতে মরিয়া পাওয়েল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.